মেক ইন ইন্ডিয়া কার্যকর করতে সব বেচতে হয়? পিএম হলেন সেলস ম্যানেজার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/10/2021   শেষ আপডেট: 22/10/2021 3:51 p.m.
- twitter

এটাকে অগ্রগতি বলে না, কটাক্ষ সৌগত রায়ের

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশ্যে একশো কোটি ভারতীয়ের টিকাকরণের কথা তুলে এদিন প্রধানমন্ত্রী দাবি করেন, 'একশো কোটি মানুষকে টিকা দিয়ে ভারত গোটা বিশ্বের সামনে নিজের ক্ষমতা দেখিয়ে দিয়েছে৷ এর প্রভাবে দেশের অর্থনীতিও চাঙ্গা হয়েছে।' তবে এমন ভাষণের রেশ না কাটতেই, সরব বিরোধী দল।

এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "প্রধানমন্ত্রী মোট ১০০ কোটির কথা বলছেন। এটা ছয় মাস আগে হওয়া উচিত ছিল। অনেক কমে যায়। সেকেন্ড ওয়েভে অনেক বেশি অসুবিধায় পড়ে যাই আমরা। আগে সতর্ক হলে মৃত্যু কম করা যেতে পারত। দেশের প্রধানমন্ত্রী হিসাবে ওঁনার বিজ্ঞানমনস্ক হওয়া উচিত ছিল। বলা উচিত ছিল ভ্যাকসিন কেন গুরুত্বপূর্ণ। পরিবর্তে মনোযোগ বিকৃত করেছেন তিনি। কত লোক মারা গেলেন৷ তার দায় ওঁনাকেই নিতে হবে।''

এখানেই শেষ নয়। বেসরকারীকরণ প্রসঙ্গে এদিন সৌগত রায় বলেন, "মেক ইন ইন্ডিয়া কার্যকর করতে কি সব বেচে দিতে হয়? উনি তো দেশকে প্রাইভেটাইজেশনে নেমেছেন৷ এয়ার ইন্ডিয়া, বিএসএনএল সব বেচে দিচ্ছেন। ২০২০-২১ আমাদের জিডিপি গ্রোথ মাইনাসে গিয়েছিল। এটাকে অগ্রগতি বলে না। পিএম হলেন ইভেন্ট ম্যানেজার। সেলস ম্যানেজার৷"