বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে অশান্ত দুই বর্ধমান, সাফাই বাবুল সুপ্রিয়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/01/2021   শেষ আপডেট: 21/01/2021 8 p.m.

বিজেপির মধ্যে নয়া দ্বন্দ্ব, "আদি বনাম নব্য"

ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা ছড়াল রাজ্যের দুই বর্ধমান জেলায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের আসানসোলে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্বের জেরে অশান্ত হয়ে ওঠে যুব মোর্চার বৈঠক। এই অশান্তির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অরবিন্দ মেনন ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। কিছুক্ষণ বাদে দুই নেতার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে পূর্ব বর্ধমানেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে তুমুল সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আজকে বর্ধমানের ঘোড়দৌড় চটির বিজেপির দলীয় কার্যালয়ে দলের বিক্ষুদ্ধ গোষ্ঠীর হামলা চালায়। বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ বিজেপি সমর্থকরা এসে জমায়েত করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ চলাকালীন, দলের ক্ষমতাসীন গোষ্ঠীর সাথে অন্য গোষ্ঠীর মধ্যে প্রবল বিবাদ বাধে। বিবাদ কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে পরিণত হয়। জেলা দপ্তরে ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রথম থেকে বিজেপি করে এসেছে। কিন্তু এখন দলে তাদের আর জায়গা হচ্ছে না। দলে স্বৈরাচারীতা চলছে। তারা এর আগেও সাংসদদের এই কথা জানালেও সমস্যার কোনো সমাধান হয়নি। আসলে সম্প্রতি বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল বিজেপি-তে যোগ দিয়েছেন। তা নিয়ে দলের অন্দরে বিবাদ শুরু হচ্ছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানে আজকের দ্বন্দ্ব একই বিষয় নিয়ে। সম্প্রতি দলে দলে তৃণমূল থেকে নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করছে। ফলে সৃষ্টি হচ্ছে নব্য দল ও আদি দল। তাই মাঝে মাঝেই রাজ্যে বিজেপি আদি দলের কর্মীরা নব্য দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। আর তার ফলেই রাজ্যজুড়ে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসছে। ঘটনার পর এই প্রসঙ্গে বাবুল সুপ্রিয়কে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, "সংসার বড় হলে একটুখানি অশান্তি ঝগড়া হয়। সেটা বড় কিছু নয়।"