বিধিনিষেধের কোপে বাজার-দোকানপাট, সপ্তাহে সাতদিন খোলা থাকবে না বাজার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/01/2022   শেষ আপডেট: 02/01/2022 7:15 p.m.
instagram.com/sanaeits

ওষুধের দোকান নিয়ে জারি হচ্ছে না কোনও নিষেধাজ্ঞা

কাল থেকে রাজ্যের কপালে ফের বিধিনিষেধের ভার। বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। বন্ধ হাইকোর্ট (Kolkata HighCourt)। সন্ধ্যে সাতটার পর চলবে না লোকাল ট্রেন (Local Train)। করোনা সংক্রমণের (Corona in West Bengal) বাড়বাড়ন্ত রুখতে ফের কঠোর বিধিনিষেধ জারি রাজ্যে। তবে বাজার কিংবা দোকানপাট নিয়ে, এখনও কিছুই বলেনি রাজ্য সরকার (West Bengal Government)।

এরই মধ্যে নয়া নিয়ম জারি হাওড়ায় (Howrah)। সূত্রের খবর, গতকাল থেকেই জারি হচ্ছে নয়া নিয়ম। সপ্তাহে সাতদিনের বদলে বাজার এবং দোকানপাট খোলা থাকবে ছ'দিন। আজ এমনটাই ঘোষনা করা হয়েছে হাওড়া পুরসভার তরফে।

হাওড়া পুরসভা সূত্রের খবর, হাওড়া পুরসভার আওতায় মোট ১১টি থানা রয়েছে। তাই পুরসভা স্থির করেছে, প্রতিটি থানার বাজার এবং দোকানপাট সপ্তাহে এক দিন বন্ধ রাখা হবে। তবে ওষুধ, দুধ, মুদি দোকান ইত্যাদির মতো জরুরি পরিষেবা খোলা থাকবে। এরই সঙ্গে জমায়েত না যাতে কোনওভাবে না হয়। সেদিকেও কড়া নজরদারি চালানোর কথা জানিয়েছেন, হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী।