কড়া বার্তা নবান্নের, নাইট কার্ফু না মানলেই দিতে হবে মোটা অঙ্কের জরিমানা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/07/2021   শেষ আপডেট: 17/07/2021 6:29 p.m.
-

শনিবার জেলাশাসকদের এমনই নির্দেশ দিয়েছে নবান্ন

দেশে তৃতীয় ঢেউ (Corona Third Wave) আসবেই! বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র মতে তৃতীয় ঢেউয়ের প্রাথমিক স্তরে রয়েছে বিশ্ব (India)। দেশে আগামী মাসেই তৃতীয় ঢেউয়ের আগমন নিয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও। আর তাই রাজ্য স্বাস্থ্য দফতর আগস্টের আগেই সেরে রাখতে চাইছে তৃতীয় ঢেউয়ের মোকাবিলার প্রস্তুতি। আর তার আগেই এবার আরও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। নাইট কার্ফু না মানলে কড়া পদক্ষেপ করতে হবে জেলা প্রশাসনকে। শনিবার জেলাশাসকদের এমনই নির্দেশ দিয়েছে নবান্ন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিধিনিষেধ সম্পর্কে যে নতুন নির্দেশিকা চালু করেছেন, তাতে রাজ্য সরকার কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিলেও জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব কিছু বন্ধ রাখার নিয়ম এখনও বজায় রাখার কথা বলে হয়েছে। তবে অনেকক্ষেত্রেই তাতে ঢিলেমি দিচ্ছে সাধারণ মানুষ। এবার নাইট কার্ফু অবহেলা করলেই গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। শুধু কড়া পদক্ষেপ করাই নয়, জেলায় জেলায় সাধারণ মানুষকে সচেতন করার কাজ চালিয়ে যেতে হবে বলেও নবান্নের পক্ষে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার এ নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানে রাজ্যের সব জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা ছিলেন। সেই বৈঠকেই বলা হয়েছে, নাইট কার্ফু মানায় বাধ্য করতে কড়া পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। বিধি না মানলে জরিমানাও চালু করতে হবে। রাজ্যের সর্বত্র নাকা চেকিং আরও কঠোর করারও নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

প্রসঙ্গত, রাজ্যের তৃতীয় ঢেউ মোকাবিলায় গঠিত বিশেষজ্ঞ দলের সদস্য চিকিৎসক অপূর্ব ঘোষ এক সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে বলেন, "কোভিডের কোন ‘ভ্যারিয়্যান্ট’ বা ‘মিউটেশন’ তৃতীয় ঢেউ তুলবে রাজ্যে, তার উপরেই নির্ভর করছে কতটা ভয়াবহ হবে আসন্ন ঢেউ। এখনই এটা নিয়ে বলা সম্ভব নয়। কিন্তু মাথায় রাখতে হবে, রাজ্যে কোভিডে মৃত্যু এখনও একদম কমে যায় নি। কোভিড নিয়ন্ত্রণে রাজ্যে কড়াকড়ি চলছে। সাধারণ মানুষকে যেমন করোনা বিধি মানতে হবে, গতিবিধি নিয়ন্ত্রণ করতে হবে, তেমনই প্রশাসনকে ভাইরাসের চরিত্রের উপর কঠোর নজরদারি চালাতে হবে। রাজ্যে প্রতি দিনের সংক্রমণের পরিস্থিতি দেখে তৃতীয় ঢেউয়ের আভাস আন্দাজ করা যেতে পারে।"