আগামী নির্বাচনে ডোমজুড় থেকেই প্রার্থী হবেন, ঘোষণা রাজীব ব্যানার্জির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/01/2021   শেষ আপডেট: 27/01/2021 5:46 a.m.
রাজীব ব্যানার্জি facebook@rajib banerjee

তবে তাকে নিয়ে বর্তমানে জল্পনা, আগামী ৩১ জানুয়ারি শাহের সভা থেকে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন

আগামী বিধানসভা ভোটে ডোমজুড় থেকেই প্রার্থী হতে চলেছেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণা করে দিলেন তিনি একটি সভা থেকে। তবে এখনো পর্যন্ত তিনি পরিষ্কার করে জানাননি তিনি কোন দলের হয়ে লড়তে চলেছেন। প্রসঙ্গত, দিন কয়েক আগে তিনি বন মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। তবে তিনি ঘোষণা করেছিলেন এখনো পর্যন্ত তিনি দল ছাড়েননি। তাকে নিয়ে বর্তমানে জোর জল্পনা, ৩১ জানুয়ারি ডুমুর জলা মাঠে অনুষ্ঠিত হতে চলা অমিত শাহের সভা থেকে তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। সেই নিয়ে হেঁয়ালি বজায় রাখলেন এদিন প্রাক্তন বনমন্ত্রী। রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, "আমি ভবিষ্যৎদ্রষ্টা নই। আগামী দিনে কি হবে তা এখন আমি বলতে পারছিনা।"

রাজিব এদিন জানালেন, তিনি ঈশ্বর বিশ্বাসী মানুষ। তাই ভগবান যা করবেন তার ভালোর জন্য করবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়াও, ডোমজুড়ের মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা তিনি উল্লেখ করলেন। সঙ্গে ঘোষণা করে দিলেন, "আগামী বিধানসভা নির্বাচনের ডোমজুড় থেকেই প্রার্থী হব। রাজ্যের অন্য কোন কেন্দ্র থেকে নয়।" উল্লেখ্য, গত দুইবার বিধানসভা নির্বাচনে রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড় আসন থেকে জয়লাভ করেছিলেন। তার পাশাপাশি, বিরোধী বলে পরিচিত অরূপ রায় এর সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে গিয়েছিলেন এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অরূপ রায় কে আমার নেতা বলে উল্লেখ করেছেন। এই মন্তব্যের পরবর্তীতে রাজনৈতিক মহলে প্রশ্ন তবে কি রাজিব এবং অরূপের সমস্যা মিটলো? সেই প্রসঙ্গে রাজিবের উত্তর, "আমি নিজেকে দলের একজন সাধারণ কর্মী হিসেবে মনে করি। তাই দলীয় নেতৃত্বকে মেনে চলি। অরুপ বাবু এই নিয়ে কিছু ভাবেন কিনা তা আমি জানিনা।"