বিক্ষোভের জেরে পুনর্মূল্যায়ন, আরামবাগের একই স্কুলে উচ্চমাধ্যমিকের নম্বর বাড়ল ১৩৭ পড়ুয়ার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/07/2021   শেষ আপডেট: 25/07/2021 8:13 p.m.
-

আরামবাগ গার্লস হাইস্কুলে এমন ঘটনা ঘটেছে

করোনা (Corona) পরিস্থিতিতে বিনা পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষার। গত বৃহস্পতিবার উচ্চশিক্ষা সংসদের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। রাজ্যজুড়ে ৯৭.৭০ শতাংশ পাশের হার থাকলেও, পরীক্ষা না দিয়ে অকৃতকার্য পড়ুয়ারা পাশ করানোর দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু করেছিল। জেলায় জেলায় বিক্ষোভে নেমে পড়ুয়ারা দাবি করেন যে তাদের মার্কশিট বানানোতে অনেক ভুল রয়েছে। ভুল নম্বর দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে একাধিক জেলায় বিক্ষোভ বারংবার খবরের শিরোনামে এসেছিল। এই বিক্ষোভের পর হুগলির আরামবাগ গার্লস হাইস্কুলে (Arambagh Girl's High School) ১৩৭ জন ছাত্রীর নম্বর বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। এমনকি তাদের স্কুলের সর্বোচ্চ নম্বর বিক্ষোভের পর বৃদ্ধি পায়।

আরামবাগ গার্লস হাইস্কুলে পড়ুয়া ও অভিভাবকরা রেজাল্ট বেরোনোর পর বিক্ষোভ দেখায়। তাদের দাবি ছিল, "উল্লেখিত পদ্ধতি অনুযায়ী মূল্যায়ন করে মার্কশিট তৈরি করলে তারা সকলেই বেশি নাম্বার পাবেন। কিন্তু তাদের ভুল নম্বর দেওয়া হয়েছে।" স্কুলের তরফে পরিস্থিতি খতিয়ে দেখে সংসদের সাথে যোগাযোগ করা হয়। তারপর আজ অর্থাৎ রবিবার ফের দ্বাদশ উত্তীর্ণদের স্কুলে ডেকে পাঠানো হয় এবং তাদের হাতে নতুন মার্কশিট তুলে দেওয়া হয়। তখনই দেখা গিয়েছে আগের তুলনায় ১৩৭ জনের নম্বর বৃদ্ধি পেয়েছে। ওই স্কুলে প্রথম স্থানাধিকারী দেবলীনা দাস পেয়েছিলেন ৪৬৩ নম্বর। কিন্তু পরবর্তীকালে তা বেড়ে হয়েছে ৪৮২ নম্বর। এই প্রসঙ্গে স্কুলের তরফের জানানো হয়েছে নম্বর পাঠানোর ক্ষেত্রে স্কুলের কোনো ভুল হয়নি। তবে ডাটা এন্ট্রিতে ভুল হয়েছে। তবে এখন সঠিক মার্কশিট এসেছে। তবে নম্বর বেড়ে গেলেও অনেক অভিভাবকের অভিযোগ, ছাত্রীরা পরীক্ষা দিলে হয়তো আরও বেশি নম্বর পেত।