'পরাক্রম'-এ কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝেই হাওড়া-কালকা মেল হবে 'নেতাজি এক্সপ্রেস'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2021   শেষ আপডেট: 20/01/2021 12:41 p.m.
ফাইল ছবি

সুভাষ সন্মানে আবার নতুন ঘোষণা কেন্দ্রের, চলছে রাজনৈতিক তরজাও

আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু্র ১২৫ তম জন্মদিন। আর এই দিনটিকে লক্ষ্য করে রাজ্য তথা দেশের নানা জায়গায় দেশনায়কের বার্তা প্রেরিত হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দফতর থেকে এই দিনটিকে 'পরাক্রম দিবস' হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দেশ পেরিয়ে এই দিনটি উদযাপিত হবে বিদেশের ভূমিতেও। তবে ২৩শে জানুয়ারিকে জাতীয় ছুটি করার প্রসঙ্গে যে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে যেমন‌ কোনো সদুত্তর মেলেনি, তেমনই 'দেশপ্রেম' বা 'দেশনায়ক' দিবস না বলে 'পরাক্রম দিবস' হিসেবে সূচিত করাতেও অসন্তুষ্ট তৃণমূল সুপ্রিমো। আর এরই মাঝে ১২৩১১/১২৩১২ হাওড়া-কালকা মেলের নাম পাল্টে 'নেতাজি এক্সপ্রেস' নামকরন করছে কেন্দ্র।

সুভাষচন্দ্রের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্র ও রাজ্য উভয়েই বিশেষ কমিটি গঠন করেছে কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে। ১৮৬৬ সাল থেকে এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। তখন এই ট্রেনের নাম ছিল ইস্ট-ইন্ডিয়া মেল বা ফ্রন্টিয়ার এক্সপ্রেস। ১৯৪১ এর ১৬ ই জানুয়ারি এই ট্রেনে চড়েই নিরুদ্দেশযাত্রা করেন সুভাষ, আর এই ঘটনাকে স্মরণে রাখতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাজ্য বিজেপি কো-ইনচার্জ অমিত মালব্য বলেন তিনিও তো সাড়ে তিন বছর রেলমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি এই উদ্যোগ নেননি। বলাই যায়, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ২৩শে জানুয়ারি বাংলার শাসক-বিরোধী প্রত্যেকের কাছেই এক তাৎপর্যপূর্ণ দিন। ওইদিন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে কটক ও হরিপুরাতেও মহা সমারোহে অনুষ্ঠিত হবে নেতাজি-জয়ন্তী।