কাকদ্বীপে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম, জারি সতর্কতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/08/2022   শেষ আপডেট: 10/08/2022 2:27 p.m.
বজ্রপাত https://indiaultimate.org/en_in/lightning-protocol

প্রস্তুত রাখা হয়েছে ব্লকের ডিজাস্টার ম‍্যানেজমেন্ট সেলকে

নিম্নচাপের জেরে রাজ্যের উপকূলবর্তী এলাকায় রাতভোর চলেছে বৃষ্টি। নিম্নচাপ সঙ্গে পূর্ণিমার কোটাল কাজেই নদীতে প্রবল স্রোত, সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। ইতিমধ্যেই নদী তীরবর্তী এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। চলছে নজরদারি। আসন্ন প্রাকৃতিক বিপর্যয়ে সমস্তরকম ক্ষয়ক্ষতি এড়াতে কাকদ্বীপে ২৪ ঘণ্টাই খোলা থাকছে কন্ট্রোল রুম। যতক্ষণ আবহাওয়া পরিস্থিতির না উন্নতি হবে ততক্ষণ এই কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে। প্রস্তুত রাখা হয়েছে ব্লকের ডিজাস্টার ম‍্যানেজমেন্ট সেলকে।

আবহাওয়া দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী গাঙ্গেয় সুন্দরবন-সহ তৎসংলগ্ন অঞ্চলে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর জলস্তর বাড়লে নদীবাঁধ ভাঙার মত সমস্যা সৃষ্টি হতে পারে। সেই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় সেদিকেও নজর রাখছে কন্ট্রোল রুম।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের তিন জেলায় আগামী ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। মঙ্গল ও বুধে বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে ফের বাড়বে।