পাশবিক ! দাবিমত টাকা দিতে না পারায় বাবা মা-র সামনেই সদ্যজাতকে কোল থেকে ফেলে দিল স্বাস্থ্যকর্মী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/02/2021   শেষ আপডেট: 23/02/2021 11:19 a.m.
রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল

রায়গঞ্জ মেডিকেল কলেজের বর্বরোচিত ঘটনায় ধুন্ধুমার চত্ত্বর

এ কি নারকীয় ঘটনা! দাবি মতো টাকা দিতে না পারায় পরিবারের সামনেই সদ্যজাত শিশুকে নিজের কোল থেকে ছুঁড়ে ফেলে দিলো হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী! এই নৃশংসতাকে কেন্দ্র করে ধুন্ধুমার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ নামানো হয় পুলিশবাহিনী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ওই সদ্যোজাত।

হাতিয়ার পাঠানতুলির মাসুদ আলি তার স্ত্রী মেহেরুল বেগমকে শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান এবং রবিবারই একটি কন্যাসন্তানের জন্ম দেন মেহেরুল। প্রসূতি বিভাগে কর্মরত এক স্বাস্থ্যকর্মী বাচ্চাটিকে নিজের কোলে রাখার জন্য এক হাজার টাকা দাবি করেন মা-বাবার কাছে। তারা এত টাকা দিতে অসম্মত হলে তক্ষুনি বাচ্চাটিকে কোল থেকে ছুঁড়ে ফেলে দেয় ওই স্বাস্থ্যকর্মী। গুরুতর আহত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে বাচ্চাকে। এই ঘটনার উত্তেজিত পরিবারের সদস্যরা হাসপাতালে চড়াও হয় এবং ভাঙচুর করতে গেলে উত্তেজনা ছড়ায়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ভাইস প্রিন্সিপাল জানান, যথাযথ ব্যবস্থা নেয়া হবে।