মর্মান্তিক ! পাথরপ্রতিমার ভোটগ্রহণ কেন্দ্র থেকে উদ্ধার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/04/2021   শেষ আপডেট: 01/04/2021 8:51 a.m.
ফাঁসি @pixabey

ভোটগ্রহণ শুরুর আগেই এরূপ ঘটনায় উত্তেজনা এলাকায়

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে রাজ্যের ত্রিশটি কেন্দ্রে। ইতিমধ্যেই জায়গায় জায়গায় উত্তেজনা ছড়িয়েছে এবং অশান্তির খবর মিলেছে। আর এমনই একটি বিধানসভা পাথরপ্রতিমা কেন্দ্র। আজ সকালে পাথরপ্রতিমার গুরুদাসপুর বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

ওই জওয়ানদের সহকর্মীদের সূত্রে জানা গেছে নিহত জওয়ানের নাম কমল বন্দ্যোপাধ্যায় যিনি উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা। গতকাল সন্ধ্যা থেকেই তার খোঁজ পাননি তার সহকর্মীরা। এমনকি রাতেও তাকে খুঁজে পাওয়া যায়নি বুথের আশপাশ থেকে। গুরুদাসপুরের ভোটগ্রহণ কেন্দ্রের একটি কক্ষ থেকে কমল বন্দোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি কমিশনে জানানো হয়েছে।

যদিও এই ঘটনায় উত্তেজনা ছড়ালেও ভোটগ্রহণের ওপর এর প্রভাব পড়েনি। নির্ধারিত সময়েই ওই কেন্দ্রে শুরু করে দেওয়া হয়েছে ভোটগ্রহণ।