বাংলায় থেকেই স্বায়ত্তশাসনের দাবি, জিটিএ নির্বাচন নিয়ে মমতার সঙ্গে বৈঠক মোর্চার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/03/2022   শেষ আপডেট: 29/03/2022 7:56 a.m.
https://www.facebook.com/MamataBanerjeeOfficia

গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে পাহাড়ের কিছু সমস্যার কথা তুলে ধরেছেন

পৃথক রাজ্য তৈরি করার দাবি নিয়ে দীর্ঘদিন সোচ্চার হলেও সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা এই দাবি থেকে কিছুটা পিছিয়ে এসেছে, এমনটাই দাবি উঠল। এই মুহূর্তে তাঁদের দাবি পৃথক রাজ্য নয় বরং বাংলার মধ্যে থেকেই সর্বোচ্চ স্বায়ত্তশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি তাঁরা এই বিষয় জানিয়ে দিয়েছেন বলেও সূত্রের খবর। শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে দলের নেতা রোশন গিরি (Roshan Giri) এমন কথাই বলেছেন, দাবি সূত্রের।

রোশন এবং তাঁর সাথে মোর্চার আরও ৩ জন নেতা মমতার সঙ্গে এই নিয়ে বৈঠক করলেন। পাহাড়ের সার্বিক উন্নয়নের জন্য জিটিএ (GTA) বৈঠকের ব্যর্থতার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়ে স্বায়ত্তশাসন নিয়ে সরব হয়েছেন মোর্চা নেতারা। রোশন গিরি বলেছেন, "সরকার দ্রুত জিটিএ নির্বাচন চাইছে। কিন্তু আমরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, জিটিএ সম্পূর্ণ ব্যর্থ। এই কারণে ভোটের আগে সেখানে কিছু রাজনৈতিক সমাধান করার প্রয়োজন রয়েছে।" তিনি আরও বলেছেন, "রাজনৈতিক সমাধান এই মুহূর্তে প্রয়োজন। এই সমাধান বলতে এই মুহূর্তে সব থেকে আগে দরকার স্বায়ত্তশাসন। মাননীয়া আমাদের সব কথা শুনেছেন। উনি আমাদের কাছে এ বিষয়ে একটি খসড়া চেয়ে পাঠিয়েছেন। আগামী ২ এপ্রিল কালিম্পং-এ দলের একটি বৈঠক রয়েছে। তারপর ৩ এপ্রিল আমরা রাজ্যকে চিঠি দিয়ে সবটা জানিয়ে দেব।"

অন্যদিকে, বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সকলেই চাইছে দ্রুত নির্বাচন হোক। আমি চেষ্টা করছি যাতে আগামী দু-তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করা যায়। রোশনদের কিছু বিশেষ বক্তব্য রয়েছে। বাকি অনিত থাপার (Anit Thapa) দল এবং অন্যান্য দলগুলো এই নির্বাচনের পক্ষে।" এই নির্বাচন প্রসঙ্গে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেই মোর্চার মুখপাত্র অনিত বলেন, "আমরা অনেকদিন আগে থেকেই জিটিএ নির্বাচন করার কথা বলছিলাম। জিটিএ নির্বাচন ঘোষণার পর দল ঠিক করবে আমরা কী করব।"

অন্যদিকে, হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ড (Ajay Edward) বলেছেন, পাহাড়ের বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। নতুন কিছু পরিকল্পনার কথা বলেছি আমি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি পাশে থাকবেন। রাজ্যের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। জিটিএ নির্বাচন, পঞ্চায়েত এবং বাকি পুরসভার নির্বাচন নিয়েও কথা হয়েছে। প্রতিটি নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।" মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, "অজয় কিছু ভালো উন্নয়নমূলক প্রস্তাব দিয়েছে। আমি জানিয়েছি যা পাহাড়ের জন্য ভালো তা করতে হবে। রাজ্যের সবরকম সহযোগিতা রয়েছে।"