বাংলার শিক্ষাক্ষেত্রে ছাত্রসংখ্যাকে হার মানালো ছাত্রীসংখ্যা, কেন্দ্রের সমীক্ষায় মমতার প্রশংসা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/07/2021   শেষ আপডেট: 14/07/2021 10:47 a.m.
মমতা ব্যানার্জি twitter.com/MamataOfficial

সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদের শিক্ষায় অগ্রগতিও প্রশংসার দাবি রেখেছে

এবার ছাত্রীশিক্ষাতেও এগিয়ে বাংলা, এমনই ফলাফল এল কেন্দ্রের সমীক্ষায়। গোটা দেশের অন্যান্য সব রাজ্যকে পিছনে ফেলে এবার এক অনন্য নজির গড়ল পশ্চিমবঙ্গ। স্কুল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গেছে, একমাত্র এই রাজ্যেই ছাত্রের চেয়ে ছাত্রীসংখ্যা বেশি। স্ত্রী শিক্ষার অনগ্রসরতা দূর করে তাদের স্কুলমুখী করিয়ে শিক্ষার আলোয় আনার এই নিদারুণ প্রচেষ্টার জন্য কেন্দ্রের দ্বারা প্রশংসিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ‘ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস’ (ইউডিআইএসই প্লাস)–এর একটি সমীক্ষায় এই গৌরবময় ছবি ধরা পড়েছে।

পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানান আগে অনেক মেয়েরাই শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকত। এখন পরিবারগুলিও ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পড়তে পাঠাচ্ছে। কন্যাশ্রী প্রকল্প,সবুজ সাথীর সাইকেল, স্কুলের জামা-জুতো পাওয়াতে তারাও আগ্রহী হচ্ছে। তাই পরিবর্তন লক্ষ্যনীয়। এখন প্রাক্‌-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা প্রায় দু’লক্ষ ৩২ হাজার বেশি। তবে ছেলেদের শিক্ষার অগ্রহ দিতেও প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। একইসাথে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরাও আর আগের মতো পিছিয়ে নেই। তাদের অগ্রগতির মূলেও প্রধান কান্ডারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বীকৃতি দিল সমীক্ষা।