অবৈধ বাজি রুখতে কড়া পদক্ষেপ পরিবেশ দফতরের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/10/2022   শেষ আপডেট: 13/10/2022 11:22 p.m.

কালীপুজোর দিন কোথাও শব্দবাজি ফাটছে কিনা সে ব্যাপারেও ব্যাপক নজরদারি করা হবে

পুজোর মরশুমে ফের সক্রিয় অবৈধ বাজির কারখানা রুখতে এবার কড়া প্রতিক্রিয়া পরিবেশ দফতরের। রাজ্যের কোথাও কি বেআইনীভাবে বাজি তৈরি হচ্ছে? এমন কোনও খোঁজ কি জানেন? অবৈধ শব্দবাজির ব্যবসা রুখতে এবার পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া বললেন, সবুজ বাজি ছাড়া আর অন্য কোনও অবৈধ শব্দবাজির কারখানা চোখে এলে সমস্ত বাজিকে নিষিদ্ধ করা হবে। এবার অবৈধ বাজি কারখানা আপনার চোখে পড়লেও, পুরস্কার পেতে পারেন আপনিও। অবৈধ শব্দবাজি রুখতে এবার বড় ঘোষণা করলেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। কোনওভাবেই যাতে নিষিদ্ধ শব্দবাজি রাজ্যে তৈরি হতে না পারে সেটাই নিশ্চিত করতে চাইছে সরকার।

পাশাপাশি শব্দবাজি রুখতে সরকার পড়ুয়াদের মধ্যেও সচেতনা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। স্কুল-কলেজে প্রচারের ভাবনাও চলছে। চলছে মাইকিং। অন্যদিকে কালীপুজোর দিন কোথাও শব্দবাজি ফাটছে কিনা সে ব্যাপারেও ব্যাপক নজরদারি করা হবে বলে খবর। জানা যাচ্ছে, পরিবেশ দফতরের কন্ট্রোল রুমও খোলা থাকবে ওইদিন।