বারাসাতে জেলা স্বাস্থ্য দপ্তরে আগুন, করোনা টিকা ক্ষতির আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/04/2021   শেষ আপডেট: 17/04/2021 11:31 a.m.

শর্ট সার্কিট থেকেই অগ্নিসংযোগ বলে মনে করা হচ্ছে

উত্তর চব্বিশ পরগণার বারাসাতের জেলা-স্বাস্থ্যদপ্তরে বিধ্বংসী অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল মধ্যরাতে কালো ধোঁয়ায় এলাকা ঢেকে যেতে দেখেই আগুন লাগার কেন্দ্র চিহ্নিত করেন স্থানীয়রা। দমকলের বারোটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল অবধিও ধোঁয়ার আধিক্য লক্ষ্যণীয় হয় এবং এই অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ করোনা টিকার নষ্ট হবার আশঙ্কা আছে বলেই মনে করা হচ্ছে।

ঠিক কি ঘটেছিল গতকাল মধ্যরাতে? জানা গেছে গভীর রাতে বারাসতের ডেপুটি CMOH-এর অফিসে আগুন লাগতে দেখা যায়। যদিও প্রথমে কেউ না বুঝলেও পুরো এলাকা ধোঁয়ায় গ্রাসে চলে যাওয়ায় মালুম হয় স্থানীয়দের। স্বাস্থ্য দপ্তরে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। বারোটি ইঞ্জিনের প্রায় সাড়ে চার ঘন্টার প্রচেষ্টায় নেভানো হয় বিধ্বংসী আগুন। তবে কি কারণে এমনটা হল তা সঠিকভাবে নির্ণয় না করা গেলেও মূলত শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড, এমনটাই দমকলকর্মীদের প্রাথমিক অনুমান। এই অফিসে প্রচুর করোনা ভ্যাকসিন ও অন্যন্য ওষুধ মজুত থাকায় সেগুলি নষ্ট হবার সম্ভাবনা রয়েছে। বলাই বাহুল্য, দেশে অতিমারির এই পরিস্থিতিতে যেখানে টিকার চাহিদা শীর্ষে, সেখানে এই প্রকারের ক্ষয়ক্ষতি রীতিমতো উদ্বেগের।