বীরভূমের বাঘ অনুব্রত, ন্যয়বিচার পাবই- কোর্ট এবং অনুব্রত, দুইয়ের ওপর আস্থা ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/12/2022   শেষ আপডেট: 20/12/2022 7:14 a.m.
facebook.com/AnubrataMondalOfficial

আমার মনে হয়, কোর্টের উপর আমাদের বিশ্বাস রাখা উচিত : অনুব্রত মণ্ডল প্রসঙ্গে বললেন ফিরহাদ হাকিম

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জেরা করার অনুমতি পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির আর্জি মঞ্জুর করে আদালত জানিয়ে দিয়েছে, প্রয়োজনে অনুব্রতকে রাজধানীতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। এর মাঝেই ফের দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শাসকদল তৃণমূল। কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, তিনি এখনও মনে করেন, বীরভূমের বাঘ অনুব্রত।

প্রসঙ্গত, গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল বর্তমানে আসানসোল সংশোধনগারে বন্দি। তবে দীর্ঘ দিন ধরেই তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার আর্জি জানাচ্ছিল ইডি। এ ব্যাপারে গত শনিবারই শুনানি হয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। তবে শুনানি হলেও রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। সোমবার কোর্ট রায় ঘোষণা করল। আর তাতেই অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরার অনুমতি পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "কোর্টের বিষয়ে কথা বলব না। আমি জানি না। আমরা কোর্টের বিষয় কোর্টেই দেখব। আমার মনে হয়, কোর্টের উপর আমাদের বিশ্বাস রাখা উচিত। কোর্ট কখনও অবিচার করবে না। উপরে ভগবান, নীচে আদালত। এদের কাছে ন্যয়বিচার পাবই।"