"বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের সুদিন ফিরবে, মমতাদি কিছু করবে না", বাংলা সফরে এসে মন্তব্য নাড্ডার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/01/2021   শেষ আপডেট: 09/01/2021 4:59 p.m.
জেপি নাড্ডা twitter@Bjp4bengal

কৃষকদের সাথে নিয়ে এবার বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি

আজ অর্থাৎ ৯ জানুয়ারি বাংলা সফরে পূর্ব বর্ধমান কাটোয়ায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ তিনি বাংলায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। তবে সবচেয়ে বেশি কথা বলেছেন তিনি রাজ্যের কৃষক সুরক্ষা নিয়ে। তিনি বলেছেন, "কৃষকদের সাথে নিয়ে এবার বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। বিজেপি কৃষকদের জন্য অনেক কাজ করবে। মমতাদি কৃষকদের জন্য কিছুই করবে না। এতদিন পর উনি পিএম কিষান নিধি নিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে। কিন্তু এখন আর হবে না। একেবারে বিজেপি বাংলায় ক্ষমতায় এসে কৃষকদের প্রাপ্য টাকা দেবে।"

আজ নাড্ডা কাটোয়ার জগদানন্দপুর গ্রামে কৃষক বাড়ি থেকে চাল এবং সবজি সংগ্রহ করে বিজেপির "এক মুঠো চাল" কর্মসূচি শুরু করে। সেই কৃষক বাড়িতে মধ্যাহ্নভোজন করেন তিনি। তিনি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের তুলনা করতে গিয়ে বলেছেন, "দেশের সবকটি রাজ্যের মধ্যে সবচেয়ে কম লাভ করে বাংলার কৃষকরা। মমতাদি এমনই পরিস্থিতি তৈরি করে রেখেছে।" কিন্তু বিজেপি সরকার এলে কৃষকদের সুদিন ফিরবে বলে দাবি করেছেন তিনি। আসলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির তাদের হাতে বাংলা কৃষকদের রাখার চেষ্টা করছে। দেশজুড়ে বিজেপি কৃষক বিরোধি তকমা পাওয়ায় বাংলার কৃষকদের এই মুহূর্তে চটাতে চায় না বিজেপি। তাইতো আজ নাড্ডা এসে একাধিক কর্মসূচিতে কৃষকদের সঙ্গে নিয়েছেন এবং কর্মসূচি করার স্থান হিসাবে "বাংলার শস্যগোলা" বর্ধমানের কাটোয়াকে বেছে নিয়েছে।