মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যে চালু আটটি বাস রুট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/11/2021   শেষ আপডেট: 18/11/2021 5:23 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

জেলার যে সব রুটে বাস বন্ধ, সেগুলি চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যেই আটটি বাস রুট চালু হল রাজ্যে। গতকালই মধ্যমগ্রামে নজরুল শতবার্ষিকী সদনে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল, উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা এবং হাওড়া যাতায়াতের জন্য বেশ কয়েকটি রুটে বাস পরিষেবা চালু করা হোক। এরপরই মুখ্যমন্ত্রী জানতে চান, কেন ওই সব রুটে বাস চালানো হচ্ছে না। একই সঙ্গে ওই জেলার যে সব রুটে বাস বন্ধ, সেগুলি চালু করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আর এই নির্দেশের চব্বিশ ঘণ্টা না কাটতেই, বৃহস্পতিবার রাজ্য পরিবহণ দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তর ২৪ পরগনা থেকে কলকাতা এবং হাওড়া পর্যন্ত ৮টি রুটে বাস পরিষেবা চালু হওয়ার কথা জানানো হয়েছে।

বাস চালু হতে হাসির জোয়ারে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দারা। জানা যাচ্ছে, ডি-৩১ রুটে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর থেকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা চালু হয়েছে। এই বাস চারঘাট, তিনামতলা, মছলন্দপুর, হাবড়া এবং বারাসত হয়ে কলকাতায় আসবে।