আচমকাই ভূমিকম্প উত্তরবঙ্গে, কম্পনের প্রভাব কলকাতাতেও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/04/2021   শেষ আপডেট: 06/04/2021 5:51 a.m.

খবর অনুযায়ী এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.২

সোমবার রাতে হঠাৎ করে কেঁপে উঠলো পশ্চিমবঙ্গের উত্তরের বেশকিছু জেলা। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে ৬.১ মানের এই ভূমিকম্পে কিছুটা হলেও প্রভাব পড়েছে কলকাতায়। কলকাতায় মূলত সল্টলেক এলাকায় এই ভূমিকম্প আমরা পরিলক্ষিত করতে পারলাম। জানা যাচ্ছে এই ভূমিকম্পের প্রধান উৎস হল সিকিমের গ্যাংটক। সিকিমের বেশ কিছু জায়গায় এই ভূমিকম্পের প্রভাব পড়েছে। তবে শুধুমাত্র দার্জিলিং নয়, জলপাইগুড়িতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাত্রি ৮ টা ৪৯ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা যায়। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু আমরা পাইনি। তবে শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ি নয় উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় যেমন আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, ময়নাগুড়ি এবং উত্তরদিনাজপুর সহ বেশ কিছু জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের কিছুটা প্রভাব পড়েছে মুর্শিদাবাদে। অন্যদিকে সল্টলেকের একাধিক আকাশছোঁয়া বিল্ডিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তথ্যপ্রযুক্তি দপ্তর থেকে রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হন কর্মীরা। বর্তমানে এখনো বেশ আতঙ্কে রয়েছেন কলকাতাবাসী।