পুজোর দিনগুলোত গরীবের মুখে মাংস-ভাত তুলে দেবে 'মমতাময়ী হেঁসেল'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/10/2020   শেষ আপডেট: 13/10/2020 5:13 p.m.
twitter @TMC_Supporters

পঞ্চমী থেকে নবমী প্রত্যেকদিন গরীব মানুষের মুখে অন্ন তুলে দেবে এই হেঁসেল

এ রাজ্যের মানুষকে কখনো নিরন্ন থাকতে দেবেন না - সবসবময়ই তা বলে এসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। লকডাউনেও তিনি রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেন। এবার তাই পুজোর সময় আর্থিক ভাবে অনুন্নত, অসহায় মানুষদের মুখে মাংস-ভাত তুলে দেওয়ার উদ্যেগ নিয়েছে 'মমতাময়ী হেঁসেল'।

পঞ্চমী থেকে নবমী প্রত্যেকদিন কসবা অঞ্চলের ১০০০ গরীব মানুষের মুখে অন্ন তুলে দেওয়া হবে। দক্ষিণ কলকাতার কাউন্সিলারের উদ্যেগেই মূলত এই হেঁসেল খোলা হয়েছে। পুজোর ওই পাঁচদিন দুপুর ১২টা থেকে কুপনের মাধ্যমে অন্ন বিলি করা হবে। তবে সমস্যা এই হেঁসেলের স্লোগান নিয়ে। কিছুদিন আগে যাদবপুরে শ্রমজীবি ক্যান্টিনের একটি স্লোগান "কেউ খাবে কেউ খবেনা। তা হবে না, তা হবে না।" কিন্তু এই হেঁসেলের উদ্যেক্তা সুশান্ত কুমার ঘোষের কথায় এই স্লোগান তাঁদের নেত্রীর তৈরি করা। সুতরাং এটা তারা ব্যবহার করতে পারেন। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানান তৃণমূল তাদের থেকে এই স্লোগান নকল করেছে।