অভিভাবক হারাল বোলপুর, প্রয়াত 'পদ্মশ্রী' প্রাপ্ত 'এক টাকার ডাক্তার' সুশোভন বন্দ্যোপাধ্যায়

শ্রেয়া সাহা
প্রকাশিত: 26/07/2022   শেষ আপডেট: 26/07/2022 8:37 p.m.
facebook.com/BolpurFunbook/

কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসকের দেহ

প্রয়াত বোলপুরের (Bolpur) বিশিষ্ট চিকিৎসক তথা পদ্মশ্রী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় (Dr. Sushovan Banerjee Passed Away)। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বীরভূম সহ পশ্চিমবঙ্গ।দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ কলকাতার এক হাসপাতালে পরলোক গমন করেন জনদরদী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

বোলপুরের (Bolpur) হরগৌরীতলার বাসিন্দা ডঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় 'এক টাকার ডাক্তার' নামেই খ্যাত ছিলেন। প্রায় ৫৭ বছর মাত্র এক টাকায় দুঃস্থ রোগীদের চিকিৎসা করে গত বছর 'পদ্মশ্রী' পেয়েছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায় (Dr. Sushovan Banerjee)। চিকিৎসা করেছেন বহু বিশিষ্ট ব্যক্তির। যাঁদের মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। আরজিকর মেডিক্যাল কলেজ থেকে স্বর্ণপদক প্রাপ্ত ছাত্র ছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও সুশোভনবাবুর ১ টাকায় রোগী দেখার ভাবনা, বিশ্ব রেকর্ডের পাতায় স্থান পেয়েছে।

দীর্ঘদিন তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির সদস্যও ছিলেন। পশ্চিমবঙ্গে চিকিৎসকদের কোনও ধর্মঘট হলে, সর্বপ্রথম এগিয়ে যেতেন তিনিই। তবে এ কারণে কখনও চিকিৎসা বন্ধ রাখেননি। ২০১৯ সালেও যখন এনআরএস হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের ওপর হামলা হয়, সেই সময়ে রাজ্যজুড়ে চিকিৎসকেরা ধর্মঘটে সামিল হন। ওই সময় ধর্মঘটে সামিল ছিলেন তিনিও। সর্বদা পাশে ছিলেন জুনিয়র চিকিৎসকদের। তবুও তিনি এক মুহুর্তের জন্যও চিকিৎসা বন্ধ রাখেননি। নিয়মিত ডায়ালিসিস চলতো তাঁর। তবুও কোনও দিনই রোগী দেখা থামাননি। নিজের বাড়ির চেম্বারেই চলত রোগীর দেখার কাজ।

আজ তাঁর প্রয়াণে ব্যথিত গোটা বোলপুরবাসী। কার্যত শোকের ছায়া বীরভূমে। সকলের মুখে মুখেই স্রেফ ডাক্তারবাবুর কথা। তাঁর মতোন কে আর এত কম টাকায় এত উচ্চ মানের চিকিৎসা করে দেবেন দুঃস্থদের? শোকে মূহ্যমান বোলপুর।