দলের ভাঙন রোধে 'কড়া' পোস্ট দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/06/2021   শেষ আপডেট: 13/06/2021 5:08 p.m.
twitter @DilipGhoshBJP

আগামী নভেম্বরেই রাজ্য সভাপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে দিলীপ ঘোষের

মুকুল রায় (Mukul Roy) দল ছাড়ার পরেই নতুন করে ভাঙনের আশঙ্কায় গেরুয়া শিবির (BJP)। ফের কোন হেভিওয়েট শাসকদলের দিকে পা বাড়াতে চলেছে? এই নিয়েই কার্যত আতঙ্কে এখন বঙ্গ বিজেপি। এই পরিস্থিতিতে ফেসবুক পোস্টে সুর চড়ালেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, "দল ছাড়াটা অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যাঁরা রক্ত দিয়ে, ঘাম ঝড়িয়ে দলটাকে দাঁড় করিয়েছে। বিজেপিতে থাকতে হলে ত্যাগ তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না, আমরাই রাখব না।"

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার দীর্ঘ বৈঠকের পর থেকেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই জল্পনা আরও গতি পেল রবিবার। রাজধানীর অলিতে-গলিতে জল্পনা, রবিবারই মন্ত্রিসভার রদবদলের কথা ঘোষণা করতে পারে সরকার। এদিকে আগামী নভেম্বরেই রাজ্য সভাপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে দিলীপ ঘোষের। শোনা যাচ্ছে, দিলীপবাবুকেও এবার কেন্দ্রীয় মন্ত্রী করার কথা ভাবছে দল।

প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা ভোটে খারাপ ফলের পর দলেরই অনেক নেতা দিলীপবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেকারণেই রাজ্যের সংগঠন থেকে তাঁকে সরানো হতে পারে। উল্লেখ্য, মুকুল রায়ের দলবদল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, "যদি তৃণমূল ছেড়ে এলে তৃণমূলের ক্ষতি না হয়, তাহলে বিজেপি ছেড়ে গেলে বিজেপির ক্ষতি কেন হবে? দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। বিজেপি সেই লোকেদের উপর নির্ভর করে যারা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছে। বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যারা ক্ষমতা ভোগ করতে চান, তারা বিজেপিতে থাকতে পারবেন না, আমরাই রাখব না। আমরা তাঁকে জীবনে প্রথমবার নির্বাচন জেতার সুযোগ দিয়েছিলাম। অভিজ্ঞ নেতা, যা করেছেন ভেবেচিন্তেই করেছেন।"