তমলুকের তিনটি কলেজের পরিচালন সমিতি থেকে অপসারিত ও হলদিয়ায় মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত দিব্যেন্দু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/01/2021   শেষ আপডেট: 31/01/2021 11:23 a.m.
দিব্যেন্দু অধিকারী ~Facebook

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুক দিব্যেন্দু অধিকারী

তমলুক লোকসভার তিনটি কলেজের পরিচালন সমিতির থেকে অপসারিত করা হল শুভেন্দু ভ্রাতা তমলুক সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। ২০১৬-র লোকসভা উপনির্বাচনে জয়ী হয়ে সাংসদ পদ লাভের পরেই তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, দেশপ্রাণ মহাবিদ্যালয় ও নন্দীগ্রাম সীতানন্দ মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি হন দিব্যেন্দু। এবার শিক্ষা দফতরের নির্দেশে তাম্রলিপ্ত কলেজে তমলুক মহকুমা শাসক প্রণব সাঙ্গুই, দেশপ্রাণ কলেজে কাঁথির মহকুমা শাসক আদিত্য বিক্রম হিরানি ও সীতানন্দ কলেজে হলদিয়া মহকুমা শাসক অবনীত পুইয়াকে ওই সংশ্লিষ্ট পদে বসানো হয়েছে। যদিও দিব্যেন্দু দাবি করেন তিনি অনেক আগেই ওই পদগুলি থেকে ইস্তফা দিয়েছেন, তাই সরানোর প্রশ্নই নেই।

আর একইসাথে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আগামী ৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝটিকা সফরে হলদিয়ার ভারত পেট্রোলিয়ামের সরকারি কর্মসূচিতে ডাক পেলেন দিব্যেন্দু অধিকারী। যদিও এটি তার নিজের লোকসভা তমলুকেরই অন্তর্গত, তবুও কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে বিরোধী দলের সাংসদের আমন্ত্রণ ইতিহাসে বিরল। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে একসপ্তাহ আগেই চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানিয়েছেন ওই অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে দিব্যেন্দু যাবেন বলেও জানিয়েছেন। রাজ্যের শাসকদলের সাথে অনেকটাই দূরত্ব তৈরি হয়েছে অধিকারী পরিবারের। বাবা ও ভাইদের অবস্থান প্রকট হলেও দিব্যেন্দুর রাজনৈতিক অবস্থানও প্রকট হতে যে আর বেশী দেরি নেই, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।