স্বাস্থ্য দফতরের গড়িমসি?— রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে না রাজ্যে!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/11/2020   শেষ আপডেট: 23/11/2020 4:34 a.m.
-

অনুমোদনের জন্য আবেদন করার ১৫ দিনের পরেও উত্তর মেলেনি রাজ্যের তরফে

রাজ্যের অনুমোদন না পেয়ে পশ্চিমবঙ্গে রাশিয়ার করোনা ভ্যাকসিন স্পুটনিক ৫-এর দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল করা যাচ্ছে না। রবিবার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানালেন এই ট্রায়াল প্রক্রিয়ায় সেতুবন্ধনকারী সংস্থা ক্লিনিমেড লাইফসায়েন্সের কর্তা সুখেন্দ কোনার। তিনি বলেন, দেশের আরও ৬টি কেন্দ্রের সাথে পশ্চিমবঙ্গেও স্পুটনিক ৫-এর ট্রায়ালের জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ৪ নভেম্বর করা আবেদনের উত্তর মেলেনি এখনও পশ্চিমবঙ্গের তরফে। ফলে সাগর দত্ত মেডিক্যাল কলেজে এই রাশিয়ান ভ্যাকসিনের ট্রায়ালের সুযোগ তৈরি হয়েও হলো না। সংস্থার পক্ষে জানানো হয়েছে, রবি বা সোমবারও যদি অনুমোদন পাওয়া যায় তাতেও প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে না।

সেতুবন্ধনকারী সংস্থার ওই কর্তা আরও বলেন, “ট্রায়ালের জন্য কখনই রাজ্যের স্বাস্থ্য দফতরের অনুমোদনের প্রয়োজন হয় না। কিন্তু এইক্ষেত্রে আশ্চর্যজনকভাবে আমাদের অনুমোদন চাইতে বলা হলো। আর পুরো প্রক্রিয়াতে এতো বিলম্ব হলো যে আমরা ট্রায়ালের সুযোগ হাতছাড়া করতে চলেছি।”