পাখির চোখ পঞ্চায়েত ভোট, পাহারায় পাবলিকের পর সিপিএমের এবার কর্মসূচি 'নজরে পঞ্চায়েত'

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/08/2022   শেষ আপডেট: 22/08/2022 8:47 a.m.
facebook.com/cpimcc

গ্রামসভায় তৃণমূলের দুর্নীতির পর্দা ফাঁস করতে নয়া কর্মসূচি সিপিএমের

এমনিতেই গোটা রাজ্য জুড়েই চলছে 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি। রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলনে পথে নেমেছে সিপিএম। এর আগে শাসকদলের নেতাদের গত কয়েক বছরে দুর্নীতির খতিয়ান তুলে দিতে শুরু হয়েছিল 'পাহারায় পাবলিক' কর্মসূচি। এবার পঞ্চায়েত স্তরে দুর্নীতি তুলে ধরতে নতুন কর্মসূচি 'নজরে পঞ্চায়েত'।

https://www.facebook.com/cpimwbpc

এই কর্মসূচিতে কী তুলে ধরতে চায় সিপিএম? মূলত পঞ্চায়েত স্তরে যাবতীয় দুর্নীতি এবং বেনিয়মের পূর্ণাঙ্গ তথ্য আনতে চাইছে সিপিএম। প্রতিটি পঞ্চায়েতে শাসকদলের নেতাদের বিরুদ্ধে টেন্ডাররাজের অভিযোগ এনেছে সিপিএম। সমস্ত সরকারি কাজে শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতারাই যে মুনাফা লুঠছে, তাই অভিযোগ করে আসছিল এতদিন সিপিএম। এবার সরাসরি হস্তক্ষেপ।

১০০ দিনের কাজে দুর্নীতি, বিভিন্ন সরকারি প্রকল্পে স্বজনপোষণ, জব কার্ডে বেলাগাম বেনিয়ম, রেশন দুর্নীতি সবটাই নজরে আনতে চাইছে সিপিএম। মূলত সামাজিক মাধ্যমে সেইসব দুর্নীতির খতিয়ান তুলে ধরতে চাইছে সিপিএম। পাশাপাশি বিক্ষোভ, পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি, গ্রামসভা ডেকে পঞ্চায়েতের কাজের পর্যালোচনার অভিযোগ আনতে চলেছে সিপিএম। রবিবার মহম্মদ সেলিম সাফ জানিয়ে দিয়েছেন, পাহারায় পাবলিকের পর এবার ‘নজরে পঞ্চায়েত’ কর্মসূচি চলবে রাজ্যজুড়ে। সরকারের বেলাগাম দুর্নীতির খতিয়ান তুলে ধরব আমরা।