উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, আক্রান্তের নিরিখে এগিয়ে উত্তর চব্বিশ পরগনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/07/2022   শেষ আপডেট: 10/07/2022 8 p.m.
অমিক্রন www.pixabay.com

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাক্রান্ত হয়েছেন ২৯৬২ জন

রাজ্যজুড়ে ক্রমশ চওড়া হচ্ছে করোনার দাপট (Coronavirus Update)। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাক্রান্ত হয়েছেন ২৯৬২ জন। মৃত্যু হয়েছে চার জনের। যা নিঃসন্দেহে দুশ্চিন্তা বাড়িয়েছে রাজ্যবাসী-সহ চিকিৎসক মহলের। আক্রান্তের নিরিখে এগিয়ে উত্তর চব্বিশ পরগনা। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে ৭৩৭ জন উত্তর ২৪ পরগনার। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে কলকাতা। তৃতীয় স্থানে হুগলি এবং চতুর্থ স্থানে পশ্চিম বর্ধমান। সেখানে সংক্রমিত যথাক্রমে ১৯৬ ও  ১৫২ জন।  পজিটিভিটি রেট ১৭.৩৬ শতাংশ।

অন্যদিকে, WHO জানিয়েছে ভারতে করোনা ভাইরাসের Omicron ভেরিয়েন্টের বিএ.২.৭৫ নামের একটি নতুন সাব-ভেরিয়েন্ট শনাক্ত করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আতঙ্কিত হওয়ার কারণ নেই কারণ সাব-টাইপটি গুরুতর সংক্রমণ ঘটায় না।