২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে কোভিড বিধিনিষেধ, পরামর্শ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/01/2022   শেষ আপডেট: 27/01/2022 9:13 p.m.
করোনা ভাইরাস unsplash @cdc

কেন্দ্রের হিসেবে ছ'টি রাজ্যে কমছে সংক্রমণ, যার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা (West Bengal Covid Updates)। কমছে সংক্রমণ (Covid19)।কমল অ্যাকটিভ কেস। এরই মধ্যে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) তরফে এল আশার খবর। এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, 'কোভিডের তৃতীয় ঢেউয়ে অ্যাকটিভ কেস ও মৃতের সংখ্যা অনেকটাই কমেছে।আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে উঠছেন মানুষ। ৯০ শতাংশ ক্ষেত্রে সামান্য উপসর্গ দেখা গিয়েছে।' এছাড়াও কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী ছ'রাজ্যে কমছে সংক্রমণ, যার মধ্যে উল্লেখযোগ্য 'পশ্চিমবঙ্গ'।

এর পাশাপাশি আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নতুন নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি অবধি যাবতীয় কোভিড বিধি কার্যকর রাখতে হবে সমস্ত রাজ্যেকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাক্রান্ত হয়েছেন ৩৬০৮ জন। শুধুমাত্র কলকাতাতেই সংক্রমিত ৪২৩ জন। তবে কলকাতাকে পিছনে ফেলে উত্তর ২৪ পরগনায় একদিনে করোনাক্রান্ত ৫২৪ জন। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯ লক্ষ ৮২ হাজার ৮৬২ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ৯.০২ শতাংশ।