করোনা আবহে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক আদৌ হওয়া উচিত? রাজ্যবাসীর মতামত চাইছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/06/2021   শেষ আপডেট: 06/06/2021 5:14 p.m.
-

মতামত জানাতে তিনটি মেইল আইডি দেওয়া হয়েছে

মাধ্যমিক (Madhyamik Exam 2021) ও উচ্চমাধ্যমিক (Higher Secondary 2021) আদৌ হবে কিনা, বা পরীক্ষা হলেও কীভাবে তা নেওয়া উচিত, সে নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্যসরকার। কয়েকদিন আগেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করলেও পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি। এছাড়াও অন্যান্য বোর্ড গুলিও সেই পথে পরীক্ষা বাতিল করেছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারছেনা রাজ্যসরকার। এই পরিস্থিতিতে করোনা আবহের মধ্যে কীভাবে দুটি বড়ো বোর্ড পরীক্ষা নেওয়া সম্ভব, সেই নিয়ে রাজ্যবাসীর কাছে মত চাইল রাজ্য সরকার।

রবিবার রাজ্য সরকারের শিক্ষাদপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ কমিটি কোন কোন বিষয় খতিয়ে দেখেছে তা জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এই দুই পরীক্ষা নিয়ে এবার রাজ্যবাসীর মতামত নেবে সরকার। মতামত জানাতে তিনটি মেইল আইডি দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকেরাও এ বিষয়ে মত জানাতে পারেন। তবে সময় কাল অর্থাৎ দুপুর ২টো পর্যন্ত।