করোনা পরিস্থিতিতে কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে না আপাতত, মার্চের সেমিস্টার হবে অনলাইনে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2021   শেষ আপডেট: 03/02/2021 8:07 p.m.
পার্থ চট্টোপাধ্যায় - aitcofficial.org

মার্চে তৃতীয় ও পঞ্চম সেমিস্টার হবে অনলাইন মাধ্যমে

করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে গত বছরের মার্চ মাস থেকে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। তবে আজ রাজ্যের সমস্ত কলেজের উপাচার্যের সাথে বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ বৈঠকে উপাচার্যদের সাথে দীর্ঘ আলোচনার পর শিক্ষামন্ত্রী স্থির করেন যে আপাতত রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হবে না। অনলাইনে চলবে সমস্ত পঠন-পাঠন। মার্চ মাসে যে বিজোড় সংখ্যার সেমিস্টার পরীক্ষা আছে তাও হবে অনলাইন মাধ্যমে। তিনি আজ বৈঠক শেষে বলেছেন, "কলেজ বিশ্ববিদ্যালয় এখন খুলছে না। সেইসাথে হোস্টেল খুলবে না। শুধুমাত্র গবেষকদের জন্য খোলা থাকবে কলেজ বিশ্ববিদ্যালয় ও ল্যাবরেটরীগুলি। আর মার্চ মাসে বিজোড় সংখ্যার সেমিস্টার অর্থাৎ তৃতীয় ও পঞ্চম সেমিস্টার হবে অনলাইনে। ৩১ মার্চের মধ্যে সমস্ত পরীক্ষা শেষ করতে হবে।"

অন্যদিকে কলেজের উপাচার্যদের সিংহভাগ আজ শিক্ষামন্ত্রীকে কলেজ ও বিশ্ববিদ্যালয় না খোলার উপদেশ দিয়েছিলেন। কিন্তু কেন? কলেজের উপাচার্যরা জানিয়েছেন, "রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শুধুমাত্র আঞ্চলিক পড়ুয়ারা আসে না। এই সব কলেজে অন্যান্য জেলা এমনকি রাজ্যের বাইরে থেকেও পড়ুয়ারা আসে। সেই নিরিখে এখন কলেজ খুললে হোস্টেল খুলতে হবে। কিন্তু এই কোভিড পরিস্থিতিতে হোস্টেল খোলা প্রায় অসম্ভব। তাই আপাতত কলেজ বা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখায় ভালো।" অপরদিকে, ১২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়ে অনেকটাই এগিয়েছে রাজ্য সরকার। এখন আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য ক্লাস চালু করে দেওয়া হবে।