নবান্ন থেকে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী, মমতা-ধনখড় বৈঠক ঘিরে শুরু জল্পনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/06/2022   শেষ আপডেট: 09/06/2022 7:18 p.m.
-

মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে শহিদ মিনারের সামনে অনশনরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের ১৬ জন ছুটে আসেন রাজভবনের সামনে

নবান্ন থেকে আচমকাই রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়ে শহিদ মিনারের সামনে অনশনরত এসএলএসটি চাকরিপ্রার্থীদের ১৬ জন ছুটে আসেন রাজভবনের সামনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। পুলিশ তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা বিফলে যায়। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতেই অনড়। 

সূত্রের খবর, বিকেল পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে আসেন। সেই খবর পেয়েই আন্দোলনকারীরা সাড়ে পাঁচটা নাগাদ রাজভবনের গেটের সামনে চলে আসেন। ডিজির অনুরোধেও কাজ না হওয়ায় পুলিশ টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। শেষে ১৬ জনকেই তুলে নিয়ে যায় পুলিশ। 

বিক্ষোভকারীরা বলেন, ‘‘মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে এসেছিলাম কিন্তু পুলিশ জোর করে আমাদের সরিয়ে দিল।’’ তাঁদের দাবি, দিনের পর দিন বেকার হিসাবে রয়েছি। কর্মশিক্ষা, শারীরশিক্ষায় ১৬০০ শূন্যপদ তৈরি হলেও, সেখানে নিয়োগ হয়নি। তাই যেন তাঁদের নিয়োগ করা হয় সে বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করতে এসেছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।