৪৫০ যুবক যুবতীর বিয়েতে ধামসা মাদলের তালে নাচলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2021   শেষ আপডেট: 03/02/2021 6:20 a.m.
আদিবাসী গণবিবাহে মুখ্যমন্ত্রী @twitter

ফালাকাটা এলাকায় গণবিবাহের আসর আয়োজন করেছিল সেখানকার পুলিশ এবং প্রশাসন।

৪৫০ জোড়া তরুন-তরুনীর বিয়েতে এবারে ধামসা মাদলের তালে মুখ্যমন্ত্রী নাচ করলেন আদিবাসী মহিলাদের সঙ্গে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া মাত্রই এই ভিডিও হয়ে গিয়েছে ভাইরাল। বিবাহের আসরে পাশে নাচে মেতে উঠেছিলেন সেখানকার আদিবাসী মহিলারা। সেখানে আদিবাসীদের সঙ্গে একসাথে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখে একেবারে ঘরের মেয়ের মতই লাগছিল।

এই গণবিবাহের অনুষ্ঠানে তিনি অভিভাবকের ভূমিকা পালন করেছেন বলে জানা যাচ্ছে। প্রত্যেক নবদম্পতিকে তিনি উপহার হিসেবে কিছু দিয়েছিলেন। বিশ্ব বাংলা লোগো দেওয়া ওই ব্যাগে উপহার পেয়ে অত্যন্ত আপ্লুত নবদম্পতিরা। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, তারা আমাদের গর্ব। ৯০০ জন যুবক যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সকলকে আমার অভিনন্দন রইল।"

ফালাকাটা এলাকায় গণবিবাহের আসর আয়োজন করেছিল সেখানকার পুলিশ এবং প্রশাসন। সরকারি উদ্যোগে ৪৫০ আদিবাসী দম্পতির বিবাহ সম্পন্ন হয়েছে। এই ব্যাপারটি বেশ খানিকটা আকর্ষণীয়। পাশাপাশি সবথেকে নজরকাড়া বিষয়টি হলো আদিবাসীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর নাচ।