মরশুমের শীতলতম দিন! শীত থাকবে কতদিন?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/01/2024   শেষ আপডেট: 13/01/2024 2:30 p.m.
unsplash.com

আপনার এলাকায় আজ তাপমাত্রা কত?

পৌষ সংক্রান্তির আগেই হু হু করে নামছে পারদ। রাজ্য জুড়ে শীতের আবহ। আগামী দু-তিন দিন একই রকম পরিস্থিতি থাকবে। কুয়াশাচ্ছন্ন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ। অন্যদিকে মঙ্গলবার থেকে বদলাবে পরিস্থিতি। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা। 

আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

মেঘ ঢুকলেই ফের বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। তবে আপাতত পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায়। কলকাতাতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।