সিবিআই-এর টার্গেটে অনুব্রত কন্যা, বুধবারই সিবিআই হানা বোলপুরের বাড়িতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/08/2022   শেষ আপডেট: 16/08/2022 9:09 p.m.
facebook.com/AnubrataMondalOfficial

গরুপাচার মামলায় অনুব্রতর গ্রেফতারির পর, এবার টার্গেটে সুকন্যা মণ্ডল

গরুপাচারের অভিযোগে গত সপ্তাহে সিবিআই গ্রেপ্তার করে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। এবার সিবিআই-এর নজরে অনুব্রত কন্যা (Sukanya Mandal)। তাই অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদ‌ করতে বুধবারে সিবিআই রওনা দিচ্ছে তাঁর বোলপুরের বাড়িতে।

সূত্রের খবর, সুকন্যা ছাড়াও অনুব্রতর ব্যক্তিগত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে সিবিআই মারফত।ইতিমধ্যে সিবিআই তদন্ত সূত্রে জানা গিয়েছে, অনুব্রত এবং তাঁর কন্যার একাধিক যৌথ সম্পত্তি, চালকল থেকে শুরু করে জয়েন্ট অ্যাকাউন্টের কথা। পাশাপাশি‌, সিবিআই-এর তদন্তে উঠে আসা একাধিক তথ্য নিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার পর, আরেক দল সিবিআই কর্তা হানা দেয় আসানসোল জেলে অনুব্রতর দেহরক্ষী সায়গলের কাছে। এদিন তাকে ঘিরেও চলে লাগাতার জিজ্ঞাসাবাদ।

আর এই ইস্যুতেই মনে করা হচ্ছে, জোড়া জেরায় পাওয়া তথ্যের ভিত্তি সহ সুকন্যার এই বিশাল পরিমাণ সম্পত্তির হদিশ, এই সমস্ত কিছু নিয়েই বুধবার অনুব্রত কন্যাকে জেরা করতে চলেছে সিবিআই।