কেন্দ্রীয় সংশোধনাগারে নিরাপত্তারক্ষীর মদতে চলছে গাঁজা সেবন! আটক ১

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 30/10/2021   শেষ আপডেট: 30/10/2021 6:12 p.m.

ঘটনা জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারের

জেল! তাতে কী? জেলে থাকলে কী গাঁজা খাব না? সঙ্গী যখন খোদ কারারক্ষী, ভয় কীসের তবে? এবার জেলের মধ্যেই গাঁজা পাচারের অভিযোগ উঠল জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের (Jalpaiguri Central Correctional Home) কারারক্ষীর উপর। তাকে হাতেনাতে পাকড়াও করল পুলিস। রক্ষীর টুপির ভিতর থেকে মিলেছে ১০ প্যাকেট গাঁজা।

জানা গিয়েছে, ধৃত কারারক্ষীর নাম মহম্মদ মফিজুদ্দিন। তিনি জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষী হিসেবে বন্দিদের উপর নজরদারি চালাত। তবে নজরদারির পিছনে চলত অন্য কাজ।

অভিযোগ, সংশোধনাগারের ভিতরে সাজাপ্রাপ্ত বন্দিদের হাতে গাঁজা পৌঁছে দিত মফিজুদ্দিন। শুধু তাই নয়। গাঁজার বিনিময়ে মোটা টাকাও নিত সে। গোপন সূত্রে খবর পেয়ে আগেই এলাকার পুলিশকে ফোন করে সংশোধনাগার কর্তৃপক্ষ। এরপরেই হাতেনাতে পাকড়াও করা হয় মফিজুদ্দিনকে। এর সঙ্গেই প্রশ্নের মুখে কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা।