অনলাইনে ঋণ নিতে গিয়ে প্রতারিত হলে উত্তরপাড়ার এক ব্যবসায়ী, খোয়ালেন ৬০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/01/2021   শেষ আপডেট: 18/01/2021 9:15 p.m.

ঋণের জন্য প্রসেসিং ফি, বীমা, জিএসটি ইত্যাদি কারণ দেখিয়ে অনলাইনে ৬০ হাজার টাকার বেশি নেওয়া হয় ব্যবসায়ীর থেকে

এবার বেসরকারি ঋণদানকারী সংস্থার কাছ থেকে ঋণ নিতে গিয়ে প্রতারণার শিকার হলেন উত্তরপাড়ার এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর নাম বিজন দাস। তিনি বেসরকারি ঋণদানকারী সংস্থা থেকে ঋণ নেওয়ার জন্য অনলাইনে একটি ওয়েবসাইটে আবেদন করেছিলেন। কিন্তু তিনি জানতেন না ওয়েবসাইটটি নকল। সেই জন্য এক ঝটকায় ওই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকার বেশি খোয়াতে হয়। ব্যবসায়ী প্রতারিত হয়েছে বুঝতে পেরেই পুলিশের কাছে যায়। সেখানে তিনি জানান, "ওয়েবসাইটটির পক্ষ থেকে তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। তারপর তাদের কথামতো ঋণদাতা সংস্থার জন্য ওই ওয়েবসাইটে তিনি যাবতীয় নথিপত্র পাঠিয়ে দেন। তার কাছে ঋণ অনুমোদনের কাগজও আসে। তারপর ঋণের জন্য প্রসেসিং ফি, বীমা, জিএসটি ইত্যাদি কারণ দেখিয়ে অনলাইনে ৬০ হাজার টাকার বেশি নেওয়া হয়।"

সব রকম টাকা দিয়ে দেওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে তার অ্যাকাউন্টে কোন টাকা না আসায় তিনি বুঝে যান তিনি প্রতারিত হয়েছে। তাই তিনি উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে চন্দননগর কমিশনারের সাইবার সেল দ্রুত বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর বলেছেন, "ভুল ওয়েবসাইট খুলে মানুষকে ঠকানোর চক্র সব জায়গায় সক্রিয় আছে। মানুষকে বারবার সতর্ক করা হয় তার জন্য। ঋণের প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে গিয়ে সবসময় খোঁজ নিতে হয়।" এছাড়াও সাইবার সেলের এক অফিসার বলেছেন, "বেশিরভাগ ক্ষেত্রে ভিন্ন রাজ্য থেকে ওয়েবসাইট খুলে প্রতারণা করা হয়। আমরা যত দ্রুত সম্ভব চক্রের জড়িতদের গ্রেফতার করার চেষ্টা করছি।"