টিটাগড়ে দুই বিজেপি কর্মীর বাড়িতে বোমা হামলা, অভিযোগের তির তৃণমূলের দিকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/09/2021   শেষ আপডেট: 05/09/2021 5:38 p.m.

অভিযোগ অস্বীকার শাসক শিবিরের

পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট মিটে যাওয়ার চার মাস পরেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল বোমা। অভিযোগের তির তৃণমূলের দিকে।

দুটি ঘটনার একটি ঘটেছে বিবেক নগরে, অন্যটি এ পি দেবী রোড এলাকায়। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেখানে দেখা গেছে, রবিবার ভোর ৩টে বেজে ৪২ মিনিটে বাইকে করে এসে মুখঢাকা দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সরোজ শেঠ নামক এক বিজেপি কর্মীর বাড়ি উদ্দেশ্য করে বোমা ছুঁড়ছে। বোমা ছুঁড়ে বাইকে করে পালাতেও দেখা যায় দুষ্কৃতীদের। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মীর পরিবারের সদস্যরা।

এবিষয়ে আক্রান্ত বিজেপি কর্মী সরোজ শেঠের মন্তব্য, “মনে হয় বিজেপিটা করি বলেই এমন হয়েছে। কারন ভোটের পর থেকে এই নিয়ে এখনও পর্যন্ত তিন বার এরকম ঘটনা ঘটল। আমার মনে হয় টিএমসির লোকেরাই করেছে”। যদিও তৃণমূল নেতা এবং টিটাগড় পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।