কেন বকুনি খেলেন সৌমিত্র খাঁ? কেনই বা বঙ্গে অকাল রথযাত্রা?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/01/2021   শেষ আপডেট: 18/01/2021 1:17 p.m.
~ Twitter

মুখ্যমন্ত্রী মুখ জল্পনা থেকে পরিবর্তনযাত্রার পরিকল্পনা, কী ভাবছে গেরুয়া শিবির?

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বাংলায় প্রায় সব রাজনৈতিক দলেরই প্রস্তুতি তুঙ্গে। এরই মাঝে শাসক দলের পাশাপাশি প্রধান বিরোধী গেরুয়া দলের অন্দরে নানান পরিকল্পনা ও নিয়মনীতি নিয়ে উঠে আসছে নানা তথ্য। রবিবারের বিজেপির দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন শিবপ্রকাশ, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁ সহ আরও অনেক প্রথম সারির নেতা। প্রকাশ্য সভায় আগাম মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করায় শিবপ্রকাশের প্রশ্নের মুখে পড়েন সৌমিত্র খাঁ। তিনি সৌমিত্রকে মনে করান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই নির্বাচন লড়ার প্রস্তাব দেয় বিজেপিকে, তার পরেও রাজ্য বিজেপি সভাপতি দীলিপ ঘোষকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে দলীয় নিয়ম লঙ্ঘন করেছেন সৌমিত্র। ভবিষ্যতে কখনো এমন ঘটনা পুনরায় ঘটলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁকে, ওয়ার্নিং দিলেন শিবপ্রকাশ।

অন্যদিকে বিজেপির অন্দরে নির্বাচনের আগে বেশ সাজো সাজো রব। মূলত প্রচারধারায় একেবারে অভিনবত্ব আনতেই এবার রথযাত্রায় সামিল হবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বেরা। বাংলার ২৯৪ টি আসনেই সমানভাবে পৌঁছে যেতে এবার ফেব্রুয়ারি থেকে ৫টি পরিবর্তন রথযাত্রা বার করবে গেরুয়া শিবির। সারা সপ্তাহ জুড়েই যাতে একেকটি যাত্রায় সামিল থাকতে পারেন নেতৃবৃন্দ, সেভাবেই সূচী তৈরি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে এই পরিবর্তন যাত্রার সূচনা হতে পারে বলে সূত্রের খবর। আগামী ৩০-৩১ শে জানুয়ারি অমিত শাহ ও ৫-৬ই ফেব্রুয়ারি নাড্ডার বঙ্গে পুনর্বার আগমন ও সেই সংক্রান্ত কর্মসূচি নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে।