বুথশক্তি বৃদ্ধিতে বিজেপির নয়া অভিযান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/12/2020   শেষ আপডেট: 27/12/2020 7:31 a.m.
twitter @DilipGhoshBJP

শুরু হবে 'আমার বুথ সবচেয়ে মজবুত' কর্মসূচি

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের বিরোধিতায় 'আর নয় অন্যায়' কর্মপরিকল্পনা গ্রহণের পর এবার বুথস্তরীয় সম্পর্ক মজবুত করতে 'আমার বুথ সবচেয়ে মজবুত' অভিযানে নামছে বঙ্গ বিজেপি। ভোটারদের সাথে দলীয় কর্মীদের প্রত্যক্ষ সংযোগ তৈরি করতেই কেন্দ্রের নির্দেশে তৎপর হয়েছে রাজ্যের বিজেপি নেতৃবৃন্দ।

'আমার বুথ সবচেয়ে মজবুত' কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে মুখ্যত কেন্দ্রীয় সরকারের সাফল্য ও রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরবেন বলেই জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভোটারদের সমস্যার কথাও শুনবেন এবং যদি কারও লিস্টে নাম না থাকে, তবে তা তোলার উদ্যোগ নেবেন। বাড়ির সামনে ভোটারের নাম, বুথের নম্বর লিখে একটি স্টিকার সেঁটে ভোটারের ছবি তুলবেন। প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানের গুরুত্ব‌ সম্পর্কেও ওয়াকিবহাল করবেন জনগনকে। এছাড়াও বিজেপির বুথ সভাপতিকে সন্মান জানাতে তার বাড়ির সামনে নেমপ্লেট ও দলীয় পতাকা লাগানো হবে এবং একইসাথে বিজেপির একটি থিম সং-ও বাজবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই প্রচারের নব প্রক্রিয়া জনমনে কীরূপ প্রভাব ফেলে, এখন সেটাই দেখার। তবে অন্যদিকে পাল্টা 'বঙ্গধ্বনী যাত্রা'র ধন্যবাদ জ্ঞাপক মিছিলে সামিল হবে তৃণমূল, এমনটাই সূত্রের খবর।