বিজেপি ক্ষমতায় এলে নবদ্বীপের সমস্ত কসাইখানা বন্ধ হবে, জনসভায় হুঙ্কার দিলীপের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/04/2021   শেষ আপডেট: 16/04/2021 1:40 p.m.
twitter @DilipGhoshBJP

পাশাপাশি তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জেলে ঢোকাবেন

পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে নবদ্বীপে সমস্ত কসাইখানা বন্ধ করা হবে। তার পাশাপাশি নবদ্বীপের সংখ্যালঘুদের বিজেপিকে ক্ষমতায় আনার সুবিধা করে দেবে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার নবদ্বীপে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বললেন, বিজেপি ক্ষমতায় এলে থানায় পুলিশ থাকবে এবং হাসপাতালের ডাক্তার থাকবে। মঠ ও মন্দির কেউ দখল করতে পারবে না। নবদ্বীপের পুণ্যভূমিতে সমস্ত কসাইখানা বন্ধ করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় এসে সমস্ত বেআইনি কসাইখানা বন্ধ করে দিয়েছিল। যোগী আদিত্যনাথ এর সরকার দাবি করেছিল কসাইখানা যদি খোলা হয় তাহলে বায়ু দূষণ এবং জল দূষণ হয়। কিন্তু মুসলিমদের ঘুরপথে বিপাকে ফেলার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল বলে বিরোধীরা মনে করছেন। অন্যদিকে দীলিপবাবু বলেছেন, রাজ্যে পরিবর্তন আসন্ন এবং তাই জন্য তৃণমূল নেত্রী অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। দিলিপের হুমকি, শুধুমাত্র একা মমতা ব্যানার্জি নয়, ওনার সমস্ত সাঙ্গোপাঙ্গকে তিনি জেলে পাঠাবেন।