BJP নেতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তৃণমূলে ঢুকবে বলে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/06/2022   শেষ আপডেট: 18/06/2022 6:48 p.m.
facebook.com/AbhishekBanerjeeOfficial/

বিজেপির কাছে ইডি আছে, আমাদের আছে মানুষ আছে

রাজ্য বিজেপিতে আসতে চলেছে আরও বড় ভাঙন? আজ ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে নিজের কাজের রিপোর্ট পেশের অনুষ্ঠানে এসে এমনই জল্পনা উস্কে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, "বিজেপি নেতারা তৃণমূলে আসার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। খুব তো বলেছিল আব কি পার ২০০ পার! কী হল? সত্তরে থেমে গেল তো! বিজেপি নেতারা তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তৃণমূলে ঢুকবে বলে। আমি তো গেট বন্ধ করে রেখেছি। গেট খুললে তো সব উড়ে যাবে।"

এখানে শেষ নয়। ইডি-সিবিআই প্রসঙ্গে সুর চড়িয়ে অভিষেক বলেন, "তোমাদের কাছে ইডি আছে, অর্থবল আছে। আমাদের মানুষ আছে। মুখ্যমন্ত্রীর ছবি আর কর্মীরা আমাদের শক্তি। এই কর্মী আর কোথাও পাবেন না।"

মঞ্চ থেকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও বিঁধলেন তৃণমূল সাংসদ। বললেন, "প্রধানমন্ত্রী এই লোকসভায় একাধিক সভা করেছিলেন। বলেছিলেন, অভিষেক তো হারছেন। কিন্তু আপনারা পাত্তাই দেননি। আমারও সাংসদ হিসেবে ৮ বছর হয়েছে, আপনাদেরও ৮ বছর হয়েছে। আমি তো রিপোর্ট কার্ড পেশ করলাম। সাহস থাকলে আপনারাও পেশ করুন।"