বিজেপি তৃণমূলের কয়েকটা গদ্দার কে নিয়ে দল করছে, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/02/2021   শেষ আপডেট: 05/02/2021 5:45 a.m.
আলিপুরদুয়ারে মমতা facebook@AITC Official

জেনে রাখুন, মীরজাফরকে কিন্তু কেউ মেনে নিতে পারেনি। কিন্তু সিরাজউদ্দৌলাকে কিন্তু সবাই মেনে নিয়েছিল।

এবারের বিধানসভা নির্বাচনে তপশিলি জাতি ও উপজাতিদের ভোট একটি বড় ফ্যাক্টর হতে চলেছে। এই কারণে প্রত্যেকটি রাজনৈতিক দল এবারে তপশিলি জাতি ও উপজাতিদের একটু বেশি প্রাধান্য দেবার চেষ্টা করছে। পিছিয়ে নেই শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন গীতাঞ্জলি স্টেডিয়াম এ বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে মমতার বার্তা, "এতদিন মানুষের জন্য মন থেকে কাজ করেছি। চূড়ান্ত পরিশ্রম করেছি। যদি কেউ ঘর মুছতে বলে বা বাসন মাজতে বলে তা করে দেবো। কিন্তু যদি কেউ চোখ রাঙ্গান তাহলে কিন্তু পাল্টা জবাব দেব। ত্রিপুরা গিয়ে দেখুন ওরা কেমন আছে। বাংলার মানুষ ওদের থেকে অনেক ভালো আছে। বিজেপি তৃণমূলের কয়েকটা গদ্দার কে নিয়ে দল করছে। জেনে রাখুন, মীরজাফরকে কিন্তু কেউ মেনে নিতে পারেনি। কিন্তু সিরাজউদ্দৌলাকে কিন্তু সবাই মেনে নিয়েছিল। তৃণমূলের বিকল্প শুধুমাত্র উন্নত তৃণমূল। বিজেপি শুধুমাত্র পুরো দেশটা কে বেচে দেওয়ার পরিকল্পনা করছে।" এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মাঝখানে উন্নত শব্দটি ব্যবহার করছেন। এই উন্নত শব্দটি ব্যবহার করতেন বামফ্রন্টের নেতারা।

এরপর তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে আরো বললেন, "শিল্পীদের উপরে চাপ দেওয়া হচ্ছে যাতে তারা বিজেপিতে যোগদান করেন। বিজেপির আইটি সেল তাদের ওপরে আরো বেশি চাপ সৃষ্টি করা শুরু করেছে। তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে যাতে তারা বিজেপিতে যোগদান করেন। আপনার কাছে এত টাকা আসছে কোথা থেকে? রেল, কোল, সেলস ট্যাক্স বিক্রি করে? মানুষ ভয় পেয়ে বিজেপিতে যোগদান করছে। আপনারা জেনে রাখুন যদি বাংলাতে শান্তি বজায় রাখতে হয় তাহলে বিজেপি কে বিদায় দিন। আমি কিন্তু ওদের মত সোনার থালায় কলাপাতা রেখে ভাত খাই না। আমি যেকোনো প্রচার করতে গেলে সাধারণ বাড়িতে ধুলো মেখে ঢুকি। নির্বাচনের যতই ভয় দেখাক, আমাদেরকে যেকোনো ভাবে হোক জিততে হবে।