দলনেত্রীর 'স্পিরিট দেখে' দলে এলেন সিএবি প্রাক্তন সচিব

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/01/2021   শেষ আপডেট: 20/01/2021 1:12 p.m.
সিএবি প্রাক্তন সচিব বিশ্বরূপ দে ~Facebook

সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে ঘাসফুলে নাম লেখালেন বিশ্বরূপ দে

রাজনৈতিক পালাবদলের পাশাপাশি পালা শুরুও করেছেন বহুজন। এবার শাসকদলের ছত্রছায়ায় এলেন সিএবি প্রাক্তন সচিব বিশ্বরূপ দে। আর এই যোগদান ভীষণই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল কারণ আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থী হবার সম্ভাবনা প্রবল, এমনটাই সূত্রের খবর। তার আগমনে বাড়তি অক্সিজেন পেল রাজ্য সরকার, মনে করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

আজ লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের উপস্থিতিতে তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে তুলে নেন বিশ্বরূপবাবু। রাজনীতিতে পা রাখতেই কেন্দ্রের বিরোধীতায় সরব হয়েছেন ওই মঞ্চ থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নেতৃত্বে আপ্লুত বিশ্বরূপ স্বভাবোচিত ক্রিকেটীয় উপমা টেনে বলেন, "যেভাবে মোদি-অমিত শাহ-ইডি-রাজ্যপালকে সামলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর একমাত্র তুলনা করা যায় গাভাস্কারের সঙ্গে। তাঁর সেই স্পিরিট দেখে তৃণমূলে যোগ দিলাম।" নেতাজির অন্তর্ধান রহস্য সম্পর্কিত ফাইল প্রকাশে কেন্দ্রের ঢিলেমির দিকে অভিযোগ একহাত নিলেন নবাগত বিশ্বরূপ দে। শাসক দলকে ভরসা দিয়ে বলেন তার সাথে সাথেই আরও ১২৫ জন সাধারণ মানুষ যোগ দিলেন মমতার সেনাবাহিনীতে।