প্রথা মেনে বিশ্বভারতীতে বসন্ত উৎসবের আয়োজন, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/04/2022   শেষ আপডেট: 09/04/2022 5:02 p.m.

পয়লা বৈশাখের দিন হবে বর্ষবরণের অনুষ্ঠানও

বর্ষবরণ অনুষ্ঠানের আগের দিনই বিশ্বভারতীতে হবে বসন্ত উৎসব। বসন্ত উৎসবের সব রীতি মেনেই অনুষ্ঠান করতে চলেছে কর্তৃপক্ষ। গৌর প্রাঙ্গণে এই অনুষ্ঠান হতে চলেছে। তবে এসব কিছুই হবে ঘরোয়া ভাবে। অর্থাৎ নিজেদের মত করে বসন্ত উৎসব করতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রথা মেনে ‘খোল দ্বার খোল গানে’র সঙ্গে প্রভাতফেরী এবং সন্ধ্যাতে থাকবে নাটকের ব্যবস্থা। পয়লা বৈশাখের দিন হবে বর্ষবরণের অনুষ্ঠানও।

সূত্রে জানা গিয়েছে, বসন্ত উৎসব না হওয়া নিয়ে কষ্ট ছিল সকলেরই। সমালোচনাও হয়েছে ভালোই। এমনকি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকও এই বিষয়টি ভালভাবে নেয়নি। আশ্রমিক থেকে প্রাক্তনী প্রত্যেকে অভিযোগ করেছিল কর্তৃপক্ষ বিশ্বভারতী ঐতিহ্য এবং সংস্কৃতি ধ্বংস করে দিতে চাইছে। তাই কার্যত চূড়ান্ত সমালোচনার মুখে পড়েই বসন্ত উৎসব আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের গৌরপ্রাঙ্গণেই হবে বসন্ত উৎসবের আয়োজন। পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের আগের দিনই পালিত হবে বসন্ত উৎসব। বিশ্বভারতীর সঙ্গীত ভবনে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ।