তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলী বাঁকে এবারে পর্যটন কেন্দ্র তৈরি করবে বীরভূম জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/07/2021   শেষ আপডেট: 18/07/2021 7:28 a.m.
হাঁসুলী বাঁক

ইতিমধ্যেই এই জায়গাটিতে আবারো পুনরুদ্ধার করার পরিকল্পনা গ্রহণ করেছে বীরভূম জেলা প্রশাসন

প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলী বাঁকের উপকথায় আপনারা অবশ্যই কোপাই নদীর অপরূপ সৌন্দর্যের বর্ণনা শুনে থাকবেন। আর এবারে লাভপুরের ওই জায়গায় পর্যটন কেন্দ্র তৈরি করার জন্য উদ্যোগী হয়ে উঠল বীরভূম জেলা প্রশাসন। জানা গিয়েছে এখনো পর্যন্ত ওই হাঁসুলী বাঁক নিজের জায়গায় স্থির রয়েছে কিন্তু কোথাও না কোথাও দশা অত্যন্ত খারাপ সেই জায়গাটির। এই কারণে এই বারে কোপাই এবং বক্রেশ্বর নদী দিয়ে ঘেরা এই জায়গায়  নতুন করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য উদ্যোগী বীরভূম।

তারাশঙ্করের জন্ম ভিটা থেকে কয়েক কিলোমিটার দূরে হাঁসুলী বাঁক এলাকায় এই পর্যটন কেন্দ্র স্থাপন হতে চলেছে বলে জানা যাচ্ছে। শনিবার বীরভূমের জেলা শাসক এই জায়গা পর্যটন করতে আসেন। তিনি বলেন, "হাঁসুলী বাঁক প্রত্যেক বাঙালির কাছে একটি অত্যন্ত পরিচিত নাম হয়ে উঠেছে বর্তমানে। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমরা তারাশঙ্করের গল্পে পেয়েছি। এবারে আমরা ওই প্রাকৃতিক শোভা মানুষকে দেখার সুযোগ করে দিতে চাই। এই কারণেই আমরা আবারও ভাবতে শুরু করেছি, কিভাবে এই জায়গাটিতে আরো ভালো ভাবে সাজিয়ে তোলা যায়।"