পাহাড়ে ফিরছে বিমল গুরুং, নিজেদের অস্তিত্ব জানান দিতে শান্তি মিছিল তামাংপন্থীদের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/10/2020   শেষ আপডেট: 26/10/2020 3:09 a.m.
@twitter

পাহাড়ে নিজের জায়গা পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছে গুরুং

গত একুশে অক্টোবর তিন বছরের অজ্ঞাতবাস কাটিয়ে শহরে পা রেখেছিলেন গোর্খা জনমুক্তির প্রাক্তন সভাপতি বিমল গুরুং। সাংবাদিক বৈঠক করে তিনি তৃণমূলের সঙ্গে জোট বাঁধার কথা জানান। তিনি জানান পৃথক গোর্খাল্যান্ড রাজ্যে তাঁদের একমাত্র উদ্দেশ্য। তৃণমূলও তাই চায়। আর সেটাই তৃণমূলকে সমর্থন করার একমাত্র কারণ।

সেই সঙ্গে পাহাড়ে ফিরছে বিমল গুরুং। আর তাই নিজেদের অস্তিত্বকে জানান দিতে পাহাড়ে শান্তি মিছিল করলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং গোষ্ঠী। গুরুং এর সঙ্গে তৃণমূলের জোটের ফলে স্বাভাবিক ভাবেই নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে পড়েছে তামাংপন্থীরা। তাই দার্জিলিং এর চকবাজার থেকে শান্তি মিছিল শুরু করেন। এই মিছিল থেকে বার্তা ওঠে যে পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী মানুষেরা যেন পাহাড়ে না ফেরে।

বেশ কিছুদিন ধরে পাহাড়ে নিজেদের পুরোনো জায়গা ফিরে পেতে সক্রিয় হয়েছে বিমল গুরুং এর অনুগামীরা। গুরুং এর ছবি লাগানো হয়েছে এবং সেই ছবি ছেঁড়া কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।