গায়েব ২ লক্ষ টাকা, তদন্তে নেমে গ্রেফতার জামতারা গ্যাঙের সদস্য ওয়াসিম আনসারি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/09/2022   শেষ আপডেট: 01/09/2022 7:59 p.m.
গ্রেফতার ~প্রতীকী ছবি

অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ

আবারও রাজ্যে মাথাচারা দিল জামতারা গ্যাং। তদন্তে গ্রেফতার জামতারা গ্যাঙের সদস্য ওয়াসিম আনসারি। কয়েকদিন আগেই বিধাননগর সাইবার ক্রাইম থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে লক্ষাধিক টাকা। জানা যায়, ব্যাঙ্কিং অ্যাপের সমস্যা হওয়ায় গুগল থেকে ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নম্বর জোগাড় করে ফোন করেছিলেন ওই ব্যক্তি। তাতে লাভ হয়নি।

কিছুক্ষণ পর তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে ব্যাঙ্ককর্মী হিসাবে পরিচয় দিয়েছিলেন। অ্যাপ ঠিক করার জন্য ওই কর্মী তাঁকে একটি সফ্টওয়্যার লিঙ্ক দেন। এবং নিজের মোবাইলে তা ইনস্টল করতে বলেন। ওই ব্যক্তিও তাই করেন। কয়েক সেকেন্ডেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ২ লক্ষ টাকা। এর পরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সেই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্তে পুলিশ দেখে অভিযুক্ত ওয়াসিম আনসারির (২২) অ্যাকাউন্টে এই টাকা পৌঁছেছিল। আপাতত গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।