বিজেপিতে যোগ দেবেন তৃণমূল বহিস্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/01/2021   শেষ আপডেট: 28/01/2021 9:14 p.m.
বৈশালী ডালমিয়া facebook@BDalmiya

আসন্ন বিধানসভা নির্বাচনে হয়তো বালির গেরুয়া প্রার্থী হিসাবে দেখা যাবে বৈশালী ডালমিয়াকে

একুশে নির্বাচনের আগে শাসকদলের জন্য কাটা ঘায়ে নুনের ছিটে হয়ে দাঁড়িয়েছে দলবদল ইস্যু ও দলীয় নেতাদের দলের বিরুদ্ধে গলায় সুর তোলা। তবে নির্বাচনের প্রাক্কালে অনেকটা সাবধানী পদক্ষেপ ফেলতে চাইছে শাসকদল। তাই গত শুক্রবার শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে শাসকদল দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কার করে দিয়েছিল। তারপর থেকেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছিল এবার কি তাহলে গেরুয়া শিবিরে গিয়ে নাম লেখাবেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া?

আজ অর্থাৎ বৃহস্পতিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৈশালী ডালমিয়া বলেছেন তিনি আগামী শনিবার অমিত শাহের হাত ধরে তার জনসভার মাঝে গেরুয়া শিবিরে নিজের নাম লেখাবেন। এমনকি হয়তো আগামী বিধানসভা নির্বাচনে তিনি বালির বিজেপি কর্মী হয়ে তৃণমূলের বিরুদ্ধে ভোটযুদ্ধে অবতীর্ণ হবেন। প্রসঙ্গত, গত শুক্রবার তৃণমূলের তরফ থেকে বৈশালী ডালমিয়াকে বহিস্কার করার পর স্থানীয় বালির তৃণমূল নেতাকর্মীরা উৎসবমুখর হয়ে ওঠে এবং ঢাকঢোল পিটিয়ে মিষ্টিমুখ করতে শুরু করে। এমনকি যুব তৃনমূলের সাধারণ সম্পাদক কৈলাস মিশ্র চ্যালেঞ্জ করে বলেছিলেন, "যদি ক্ষমতা থাকে তাহলে বালিতে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানো এবং আপনি যত ভোটে জিতেছেন তার থেকে বেশি ভোটে আপনাকে হারাবো। হারাতে না পারে রাজনীতি ছেড়ে দেবো।" কিন্তু এবার হয়তো চ্যালেঞ্জটা সত্যিই নিতে হচ্ছে কৈলাস মিশ্রকে। বৈশাখী ডালমিয়া গেরুয়া শিবিরে যোগদান করছেন এবং হয়ত আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনে তিনি বালির বিজেপি প্রার্থী হয়ে ভোটযুদ্ধে নামবেন।