বৃদ্ধদের সাহায্যের নাম করে চলছিল এটিএম জালিয়াতি চক্র, বনগাঁ থেকে গ্রেফতার মূল পান্ডা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/01/2021   শেষ আপডেট: 23/01/2021 8:48 p.m.
এটিএম @pixabey

গত শুক্রবার রাতে বনগাঁর বাগদা থানার পুলিশ অভিজিৎ বৈদ্যকে গ্রেফতার করেছে

এবার রাজ্যে এটিএম জালিয়াতি এক বড়সড় চক্রকে হাতেনাতে ধরল বনগাঁর বাগদা থানার পুলিশ। এই জালিয়াতি চক্র এটিএম কার্ড ব্যবহার করতে পারে না এমন বৃদ্ধ-বৃদ্ধাদের টার্গেট করে তাদের সমস্ত অর্থ চুরি করে নিত। এরা এলাকার বৃদ্ধ-বৃদ্ধারা এটিএম কাউন্টারের টাকা তুলতে গেলে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসতো। তারপর ওই বয়স্ক ব্যক্তির কাছ থেকে তার এটিএম পিন জেনে নিত। তারপর চোখকে ফাঁকি দিয়ে তাদের এটিএম কার্ড বদলে দিতো অন্যের সাথে। তারপর আসল কার্ড ও পিনের মাধ্যমে অ্যাকাউন্টের সমস্ত টাকা তুলে নিত। এরকম ঘটনার বারংবার অভিযোগ পাওয়ার পর বাগদা থানার পুলিশ তদন্তে নামে। তারা তদন্তে তথ্য অনুযায়ী গোপালনগর থানার পুলিশের সহায়তায় গত শুক্রবার রাতে অভিজিৎ বৈদ্যকে গ্রেফতার করেছে।

পুলিশ গ্রেপ্তার করার পর জানিয়েছে এটিএম জালিয়াতি মূল পান্ডার নাম অভিজিৎ বৈদ্য। তার বাড়ি গোপালনগর থানার পাল্লা এলাকায়। তার কাছ থেকে একাধিক এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। সে তার জালিয়াতি চক্র নদীয়া এবং উত্তর ২৪ পরগনায় সক্রিয়ভাবে চালাচ্ছিল। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দিন সাতেক ধরে বারবার এরকম জালিয়াতির অভিযোগ আসছিল সাইবার বিভাগে। তারপর পুলিশ তদন্তে নেমে সাইবার অফিসারদের সাহায্যে মূল পান্ডাকে গ্রেফতার করেছে।