৪০ কেজি ঘি দিয়ে কঙ্কালীতলায় মহাযজ্ঞ : ২৩০ আসন চাই অনুব্রতর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/01/2021   শেষ আপডেট: 14/01/2021 10:02 a.m.
অনুব্রত মণ্ডল twitter @ians_india

পুণ্যার্জনে চার হাজার দরিদ্র কৃষকভোজন

নির্বাচনের প্রাক্কালে পুণ্যার্জন বাধ্যতামূলক- তা সে 'বিবেকের ডাকে'-ই হোক বা মায়ের কাছে। আসন্ন বিধানসভা নির্বাচনে শাসকদলকে কুপোকাত করতে উঠে পড়ে লেগেছে পদ্ম-শিবির। তবে বীরভূমের অনেকেটা মাটি অনুব্রতর অনুগত হলেও শঙ্কা জেগেছে বেশ কিছু অঞ্চলে। তাই সমস্ত প্রশ্নচিহ্ন নির্মূল করতে ৪০ কেজি ঘি ও ১২৮ ক্যুইন্টাল কাঠ দিয়ে বারো জন পুরোহিত সমাবেশে কঙ্কালীতলায় মহাযজ্ঞের আয়োজন করলেন অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদ মেন্টর অভিজিৎ সিং, সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ ও অন্যান্য নেতাকর্মীরা।

যজ্ঞের পাশাপাশি প্রায় ৪০০০ জন দরিদ্র কৃষককে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। তবে এত বিপুল আয়োজন করে কী দাবি করলেন তিনি? অবশ্যই নির্বাচনের কথা মাথায় রেখে বাংলায় শাসকদল তৃণমূলের জন্য ২২০ থেকে ২৩০ আসন চাইলেন মায়ের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের জন্য দীর্ঘায়ু কামনা করেন। বীরভূমের এগারোটি আসনের মধ্যে ৯ টি আসনে তারা এগিয়ে থাকবেন বলে আশাবাদী হলেও বাকি দুটিকেও নিজেদের মুঠোয় আনতে উদ্যত অনুব্রতরা। আশাপূরণ হয় কিনা এখন সেটাই দেখার।