গ্রেফতারি থেকে রেহাই! ৩৩১ কেজি কাঠ এবং ৬০ কেজি ঘি দিয়ে আজ মহাযজ্ঞে অনুব্রত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/02/2022   শেষ আপডেট: 03/02/2022 5:05 p.m.
অনুব্রত মণ্ডল facebook.com/AnubrataMondalOfficial

যজ্ঞ শেষে হবে ভোগ নিবেদন, দরিদ্র-নারায়ণ সেবা

ভোট পরবর্তী হিংসার মামলায় দু’‌বার সিবিআইয়ের ডাকে সাড়া দেননি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এমনকি গতকাল সিবিআই গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) দ্বারস্থ হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আদালতকে তিনি জানান, তদন্তে সিবিআইকে সমস্ত রকম সহায়তা করতে তিনি প্রস্তুত। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়। এরপরেই শ্বাসযন্ত্র, রক্তচাপ এবং কোলেস্টোরলের সমস্যার চিকিৎসা করাতে দুপুরেই এসএসকেএম (SSKM) গিয়েছিলেন তিনি।

রাত না পেরোতেই আজ হাইকোর্টের তরফে শুনানিতে, সিবিআইয়ের হাতে গ্রেফতারি থেকে রক্ষাকবচ পান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এরপরেই তারাপীঠে মহাযজ্ঞে বসলেন অনুব্রত মণ্ডল।

আজ বেলা ১২টা থেকে শুরু হয় ৩৩১ কেজি বেল কাঠ এবং ৬০ কেজি ঘি সহযোগে এই মহাযজ্ঞের আসর। গতকাল থেকেই চলছিল যজ্ঞের প্রস্তুতি। যজ্ঞ শেষে হবে ভোগ নিবেদন, দরিদ্র-নারায়ণ সেবা। কাজেই ঢোল, করতাল, খোলের বাদ্যিতে গমগম করছে তারাপীঠ চত্বর। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগে বহুবার তারাপীঠে এমন যজ্ঞের আসর বসিয়েছেন অনুব্রতবাবু।

তবে সিবিআই গ্রেফতারি প্রসঙ্গে তাঁকে জিজ্ঞেস করা হলে, অনুব্রত মণ্ডলের সাফ উত্তর, "আইন আইনের পথে চলবে।"