ট্রেনে চেপে জেলা সফরে মুখ্যমন্ত্রী, নেত্রীর হাতে চপ, মুড়ি ও মিষ্টি তুলে দিলেন অনুব্রত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/12/2021   শেষ আপডেট: 06/12/2021 6:58 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে কথা, তাঁর সঙ্গে দেখা করা একটা কর্তব্যের মধ্যে পড়ে : অনুব্রত মণ্ডল

বঙ্গে (West Bengal) যদিও সেভাবে প্রভাব ফেলেনি 'জাওয়াদ' (Jawad)। তবে বৃষ্টির থেকেও মেলেনি রেহাই। এমন আবহাওয়ার জেরেই কার্যত হেলিকপ্টারের পরিবর্তে ট্রেনে চড়েই আজ জেলা সফরের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ দুপুরে হাওড়া স্টেশন থেকে শতাব্দী এক্সপ্রেসে চড়ে রওনা হন তিনি।

খবর, আগামীকাল অর্থাৎ ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা বলবেন জেলাশাসক, বিডিও এবং জনপ্রতিনিধিদের সঙ্গে। এরপর ৮ তারিখ মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে (Krishnanagar)। জেলাসফরের পর ফের তাঁর গোয়া এবং শিলং যাওয়ারও কথা।

একেবারে ব্যস্ত সূচি নিয়েই কার্যত জেলা সফরে মুখ্যমন্ত্রী। আর সেই সুযোগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দর্শন সারলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এদিন বোলপুর (Bolpur) স্টেশনে ট্রেন থামামাত্রই তাঁর সঙ্গে দেখা করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন চপ, মুড়ি ও মিষ্টি।

সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডলের বক্তব্য, "আজকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলেন। সে কারণেই বোলপুর স্টেশনে জেলাশাসক, জেলা পুলিশ সুপার ছিলেন। নেত্রী তথা মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে কথা। তাই তাঁর সঙ্গে দেখা করা একটা কর্তব্যের মধ্যে পড়ে।"